বিশ্ববিদ্যালয় চত্বরেই ১২০০০ পড়ুয়ার বিয়ের আয়োজন, জেনে নিন কোথায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইরান : প্রতিবছরের মত এবারো ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় শিক্ষার্থীদের গণবিবাহ উৎসব। ‘’জান্নাত পর্যন্ত সহযাত্রী’’ এই শিরোনামে ২২তম এই বিবাহ উৎসবে ৬০০ শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সমস্ত আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করে থাকে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোনো খরচ করতে হয়না।

4bsfc5de183ee31e1fb 800C450

জানা গেছে, ইরানের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ ধর্মীয় নেতার তত্ত্বাবধানে একটি সংস্থা রয়েছে। যে সংস্থার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীরা বিনা খরচে গণবিবাহ উৎসবে রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়ে থাকেন। 4bsfb56a9fe8f71e1fl 800C450এবছর এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসবের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ অবাক করার মত।4bsfaecfaa47e41e1fm 800C450

উল্লেখ ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হবার পর সেদেশের সমাজ তারুণ্যের নৈতিক উন্নতির প্রতি বিশেষ নজর দেয় । যার ফলস্বরূপ গত দুই যুগ ধরে এ ধরণের ‘বিবাহ উৎসব’ চলে আসছে সেদেশে ।3072358সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার অফিস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খরচে প্রতি বছর এই ‘বিবাহ উৎসবের’ আয়োজন করা হয়ে থাকে। এ বছর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার ছাত্রছাত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।4bsff46b482cfe1e1fr 800C450

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest