Site icon The News Nest

বিশ্ববিদ্যালয় চত্বরেই ১২০০০ পড়ুয়ার বিয়ের আয়োজন, জেনে নিন কোথায়

m1

ইরান : প্রতিবছরের মত এবারো ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় শিক্ষার্থীদের গণবিবাহ উৎসব। ‘’জান্নাত পর্যন্ত সহযাত্রী’’ এই শিরোনামে ২২তম এই বিবাহ উৎসবে ৬০০ শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সমস্ত আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করে থাকে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোনো খরচ করতে হয়না।

জানা গেছে, ইরানের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ ধর্মীয় নেতার তত্ত্বাবধানে একটি সংস্থা রয়েছে। যে সংস্থার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীরা বিনা খরচে গণবিবাহ উৎসবে রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়ে থাকেন। এবছর এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসবের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ অবাক করার মত।

উল্লেখ ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হবার পর সেদেশের সমাজ তারুণ্যের নৈতিক উন্নতির প্রতি বিশেষ নজর দেয় । যার ফলস্বরূপ গত দুই যুগ ধরে এ ধরণের ‘বিবাহ উৎসব’ চলে আসছে সেদেশে ।সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার অফিস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খরচে প্রতি বছর এই ‘বিবাহ উৎসবের’ আয়োজন করা হয়ে থাকে। এ বছর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার ছাত্রছাত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version