Site icon The News Nest

বিষিয়ে যাচ্ছে মন, গোটা দেশে নিষিদ্ধ হল PUBG

PUBG

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: দেশের মানুষের মনে ‘কুপ্রভাব’ ফেলছে এই গেম। এই কারণ দেখিয়ে শনিবার গোটা দেশে PlayerUnknown’s Battlegrounds বা PUBG (পাবজি) খেলা নিষিদ্ধ করেছে জর্ডন।

জর্ডনের টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে “নাগরিকদের মনে এই গেম কুপ্রভাব ফেলছে। তাই গোটা দেশে নিষিদ্ধ হয়েছে পাবজি।“ বিশ্বজুড়ে অনলাইন গেম হিসাবে যথেষ্ট জনপ্রিয় প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ড। এই গেম খেলার সময় যুদ্ধক্ষেত্রে একের পর এক খেলোয়াড়কে নিহত করতে হয়। এই মুহুর্তে বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় গেম এটি।

ইতিমধ্যেই ইরাক, নেপাল ও ভারতের গুজরাটে PUBG খেলা নিষিদ্ধ হয়েছে। সেই তালিকায় জর্ডনের নাম যোগ হল।

মনোবিদরা অনেক দিন ধরেই এই গেম খেলার জন্য তরুন প্রজন্মের মনে কুপ্রভাবের অভিযোগ তুলেছিলেন। অবশেষে সেই অভিযোগ মেনে নিয়ে জর্ডনে নিষিদ্ধ হল পাবজি।

Exit mobile version