বিহারে ৪০ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনডিএ-র,বাদ শত্রুঘ্ন সিনহার নাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাটনা: শনিবার বিহারের সব আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে এনডিএ।   প্রত্যাশামতোই বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ২০১৪ সালে তিনি পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার ওই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।

শত্রুঘ্ন দু’বার পটনা সাহিব থেকে নির্বাচিত হয়েছেন। গত কয়েক বছর ধরে বিজেপির প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন। বিরোধীদের দু’টি বড় জমায়েতেও অংশগ্রহণ করেছেন অভিনেতা। নোটবন্দি, জিএসটি, কৃষকদের সংকট, বেকারত্ব এবং রাফাল চুক্তি, প্রতিটি বিষয় নিয়েই তিনি বিরোধীদের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন।‘চৌকিদার চৌর হ্যায়’ বলতেও শোনা গিয়েছিল তাঁকে। বৃহস্পতিবারই অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাবধান করে দিয়েছিলেন। হোলির অভিনন্দন টুইটে প্রধানমন্ত্রীকে শ্রীজি সম্বোধন করে তিনি লেখেন, ‘হ্যাপি হলি টু ইউ, শ্রীজি। আমি আপনাকে বিনীত কিন্তু দৃঢ়ভাবে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আপনি নিজেকে যত চৌকিদার বলে দাবি করবেন, জাতি তত আপনার থেকে রাফাল ও অন্যান্য প্রশ্নের জবাব চাইবে।’ সুযোগ বুঝে আসরে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেসও। হাত চিহ্নেই সম্ভবত এ বার প্রার্থী হচ্ছেন ‘কালীচরণ’।

বিহারের ৪০টা আসনের মধ্যে এ বার বিজেপি এবং জেডিইউ লড়ছে ১৭টা করে আসনে। রামবিলাস পাসওয়ানের লোকজনশক্তি পার্টি লড়ছে ৬টা আসনে। এ দিন সব আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। অমিত শাহ, নীতীশ কুমার এবং রামবিলাস পাসওয়ানের মধ্যে বৈঠকের পর প্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিজেপির সাধারণ সম্পাদক ভুপেন্দ্র যাদব।অধিকাংশ সংসদকেই এবার ফের টিকিট দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রাধা মোহন সিং, রাম কৃপাল যাদব, রাজীব প্রতাপ রুডি, রাজ কুমার সিং রয়েছেন সেই তালিকায়।

জেনে নিন কে কোন আসনে লড়াই করছেন

বিজেপি

পাটলিপুত্র-রামকৃপাল যাদব

পটনা সাহিব-রবিশঙ্কর প্রসাদ

আরা-রাজকুমার সিং

পূর্বা চম্পারণ-রাধা মোহন সিং

পশ্চিম চম্পারণ-সঞ্জয় জয়সোয়াল

শেওহার-রামা দেবী

মধুবনি-অশোক কুমার যাদব

দ্বারভাঙ্গা-গোপালজি ঠাকুর

মুজাফফরপুর-অজয় নিশাদ

মহারাজগঞ্জ-জনার্দন সিং

সারন-রাজীব প্রতাপ রুড়ি

বক্সার-অশ্বীনি কুমার চৌবে

সাসারাম-ছেদি পাশোয়ান

বেগুসরাই-গিরিরাজ সিং

আরারিয়া-প্রদীপ সিং

ঔরঙ্গাবাদ-সুশীল কুমার সিং

উজিরপুর-নিত্যানন্দ রাই

জেডিইউ

পূর্ণিয়া-সন্তোষ কুমার কুশওয়াহা

মাধেপুরা-দীনেশ যাদব

সুপৌল-দিলকেশ্বর কামাথ

কিষেণগঞ্জ-মাহমুদ আশরাফ

কাটিহার-দুলাচাঁদ গোষামী

সিওয়ান-কবিতা সিং

বাল্মিকীনগর-বৈদ্যনাথ মাহাতো

ঝাঁঝরপুর-রাম প্রতিপ মন্ডল

সীতামারি-ডা বরুণ কুমার

গয়া-বিজয় কুমার মাঝি

গোপালগঞ্জ-ডা অলোক সুমন

মুঙ্গের-রাজীব রঞ্জন সিং

বাঁকা-গিরিধারি যাদব

ভাগলপুর-অজয় কুমার মন্ডল

নালন্দা-কৌশলেন্দ্র কুমার

কারকাত-মহাবলী সিং

জাহানাবাদ-চন্দ্রেশ্বর প্রসাদ

লোক জনশক্তি পার্টি

হাজিপুর-পশুপতি কুমার পরশ(রামবিলাসের ভাই)

বৈশালী-বীণ দেবী

সমস্তিপুর-রামচন্দ্র পাশোয়ান

জামুই-চিরাগ পাশোয়ান

নওয়াদা-চন্দন কুমার

খাগাড়িয়া-এখনও ঘোষণা হয়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest