বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের, রণক্ষেত্র বিকাশ ভবন চত্বর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার করুণাময়ী। সোমবার দুপুরে বিকাশভবনের সামনে জমায়েত হয় পাশ্ব শিক্ষকরা। তাঁদের সঙ্গে যোগ দেয় মাদ্রাসার শিক্ষকরাও। ব্যারিকেডে মিছিল আটকে গেলে তা ভেঙে ফের বিকাশভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করলে পার্শ্বশিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিসের। এর আগে পথে বসেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাঁরা। মুহূর্তে চরমে পৌঁছায় উত্তেজনা। সবমিলিয়ে ধুন্ধুমার বাঁধে বিকাশভবন চত্বর। এদিন মাইনে বাড়ানোর পাশাপাশি একাধিক দাবি নিয়ে গর্জে ওঠেন তাঁরা। পুলিস তাঁদের বাঁধা দিলে ব্যর্থ হয়।

গত ছ’দিন ধরে বিকাশভবনের অদূরেই অবস্থান করছিলেন এসএসকে, এমএসকে শিক্ষকরা। এ দিন তাঁরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। শিক্ষক সংগঠনের দাবি, ভোটের আগে কথা দেওয়া হলেও শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে এ দিন কোনও সাড় দেওয়া হয়নি। বিপুল জমায়েত নিয়ে মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতে শুরু করেন শিক্ষক-শিক্ষিকারা। ত্রিস্তররীয় ব্যারিকেড দিয়ে ওই মিছিল আটকায় পুলিশ। ধুন্ধুমার বেঁধে যায় সল্টলেকে।

গত সপ্তাহেই অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা আন্দোলন করেছেন। ভোটের আগে তাঁদের আন্দোলনেই উত্তপ্ত হয়েছিল মিন্টোপার্ক। তাঁদের অভিযোগ, যে সংস্থার সঙ্গে রাজ্য সরকার চুক্তি করেছে, তাঁরা টাকা লুঠ করছে। শিক্ষকদের যা বেতন পাওয়ার কথা, তার থেকে অনেক কম বেতন পাচ্ছেন তাঁরা। এর মধ্যেই আবার শুরু হয়ে গেল শিক্ষকদের আন্দোলন। ভোটের আগে আগেই এসএসসি-র চাকরিপ্রার্থীদের অনশন নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটতে হয়েছিল মেয়ো রোডে কলকাতা প্রেস ক্লাবের সামনের অনশন মঞ্চে। তারপর আশ্বাস পেয়ে ওঠে অনশন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest