Site icon The News Nest

ব্যবহার আরও সহজ করতে ২টি নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

whats app

নিউজ কর্নার ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপে ছবি কাকে পাঠাচ্ছেন? তা জানতে পারা যায় সেন্ট বোতামে ক্লিক করে দেওয়ার পর। তাতে অনেক সময় ভুল করে একের বদলে অন্যকে পাঠানো হয়ে যায় ছবি, ভিডিও, জিআইএফ ইত্যাদি। এখন আর সেই ভুল হওয়ার ব্যাপার থাকবে না।

হোয়াটস অ্যাপের নতুন আপডেটে ২.১৮.৩০১ ভার্সানে আসতে চলেছে এমনই একটি ফিচার। মিডিয়া রেসিপিয়েন্ট – কে তা দেখা যাবে ফোনের স্ক্রিনের বাঁ দিকের ওপরের কোণে। ক্যাপশনের নীচের দিকে থাকবে নাম। ফলে সিলেক্ট করা যে কোনো কিছু পাঠানোর আগে দেখে নেওয়া যাবে কাকে পাঠানো হচ্ছে। কোনো সময় ভুল কাউকে ছবি ইত্যাদি পাঠিয়ে ডিলিট করার থেকে এটি অনেক বেশি উপযোগী একটি ফিচার।

এই ফিচার ছাড়াও আসছে আরও একটি নতুন ফিচার। সেই ফিচারের নাম ‘পিকচার ইন পিকচার’। এতে করে কোনো ভিডিও বা ছবি দেখতে হলে অ্যাপের বাইরে থেকে তা দেখতে হবে না। বরং অ্যাপ চ্যাটের সঙ্গেই তা দেখা যাবে। দেখতে দেখতে চ্যাটও চালিয়ে যাওয়া যাবে। ভিডিও বা ছবির পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স।

Exit mobile version