ব্যারাকপুরে অর্জুন সিং,ঘাটালে ভারতী, বাংলার ২৮ আসনে প্রার্থী ঘোষণা বিজেপি’র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে সারা দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি। এই মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে আজকের সাংবাদিক বৈঠকে জানিয়েছে বিজেপি।রাজ্যে ৪২টি আসনের সবক’টিতে প্রার্থীতালিকা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই আপাতত ২৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় । এদিন সকাল থেকেই সূত্র মারফত খবর আসছিল, একাধিক কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। সেই তালিকাই চূড়ান্ত থাকল মোটামুটি।

দেখে নিন বাংলার প্রার্থী তালিকা-

কোচবিহার- নিশীথ প্রামাণিক

আলিপুরদুয়ার- জন বার্লা

জলপাইগুড়ি- জয়ন্ত রায়

রায়গঞ্জ- দেবশ্রী চৌধুরী

বালুরঘাট- সুকান্ত মজুমদার

মালদহ উত্তর- খগেন মুর্মু

মালদহ দক্ষিণ- রূপা মিত্র চৌধুরী

কৃষ্ণনগর- কল্যাণ চৌবে

ব্যারাকপুর- অর্জুন সিং

দমদম- শমীক ভট্টাচার্য

বারাসত- মৃণালকান্তি দেবনাথ

বসিরহাট- সায়ন্তন বসু

জয়নগর- অশোক কাণ্ডারী

মথুরাপুর- শ্যামাপ্রসাদ হালদার

যাদবপুর- অনুপম হাজরা

কলকাতা দক্ষিণ- চন্দ্র কুমার বসু

কলকাতা উত্তর- রাহুল সিনহা

শ্রীরামপুর- দেবজিৎ সরকার

হুগলি- লকেট চট্টোপাধ্যায়

আরামবাগ- তপন রায়

তমলুক- সিদ্ধার্থ নস্কর

ঘাটাল- ভারতী ঘোষ

ঝাড়গ্রাম- কুনার হেমব্রম

মেদিনীপুর- দিলীপ ঘোষ

বিষ্ণুপুর- সৌমিত্র খান

বর্ধমান পূর্ব- পরেশচন্দ্র দাস

আসানসোল- বাবুল সুপ্রিয়

বীরভূম- দুধকুমার মণ্ডল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest