Site icon The News Nest

ব্ল্যাকহেডসের সমস্যায় জর্জরিত? ঘরোয়া পথেই দূর করুন পথের কাঁটা

Blackheads 1296x728 body

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: চকচকে উজ্জ্বল ত্বক পেতে কার না ইচ্ছে করে। কিন্তু শুধুমাত্র বাইরে থেকে যত্ন নিলেই হয় না শরীরের ভিতরটাও সুস্থ রাখতে হয়। তবে যদি আপনার তৈলাক্ত ত্বক হয় তাহলে ত্বকের পিছনে আপনার খাটনি অন্যদের তুলনায় একটু বেশিই। কারণ ও তৈলাক্ত ত্বক সাধারণত যে কোনও ত্বক-সম্পর্কিত সমস্যায় আগেভাগে জড়িয়ে পড়ে। অ্যাকনে, পিম্পল হোয়াইটহেড এবং ব্ল্যাকহেডের সমস্যা যথেষ্ট বেশি পরিমাণে ভোগায় তৈলাক্ত ত্বকের অধিকারীদের। বহু মানুষ এগুলির হাত থেকে রেহাই পেতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে সালোঁ যান। নানা দামি বিউটি প্রোডাক্টও কেনেন। কিন্তু সামান্য ঘরোয়া টোটকা ব্যবহার করেই এর হাত থেকে নিস্তার মিলতে পারে। রান্নাঘরের তিনটি উপাদান ব্ল্যাকহেডের সমস্যায় ম্যাজিকের মতো কাজে দিতে পারে।

 

স্ক্রাবার বানাতে প্রয়োজন- একটি কলা পেস্ট করে নেওয়া, দুই টেবিলচামচ ওটসের গুঁড়ো, ১ টেবিল চামচ মধু

প্রথমে একটি পাত্রে গুঁড়ো করা ওটস নিন। ওর মধ্যে কলা এবং মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখের সব জায়গায় সমান ভাবে মেখে নিন। এ বার গোলাকার ভাবে ৫ থেকে ৭ মিনিট হাল্কা হাতে ম্যাসাজ করুন। সবশেষে উষ্ণ গরম জল দিয়ে ধীরে ধীরে তুলে ফেলুন। এরপরে কোনও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

মৃত কোষ দূর করতে এবং ময়লা পরিষ্কার করতে ওটসের জুড়ি মেলা ভার। মধু মশ্চারাইজিং উপাদান হিসেবে ত্বকের উপরে কাজ করে। এর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান থাকে। কলার ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে

Exit mobile version