‘ভবিষ্যতের ভূত’- এর প্রদর্শনী শুরু করতে রাজ্যকে সুপ্রিম নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি : বন্ধ রাখা যাবে না প্রদর্শনী। উলটে নির্বিঘ্নে সিনেমা হলে অনীক দত্তর ছবি ‘ভবিষ্যতের ভূত’ দেখানোর ব্যবস্থা করতে হবে রাজ্যকে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল অনীক দত্তর ছবি ‘ভবিষ্যতের ভূত’।ছবিটির প্রদর্শনীতে নানা মহল থেকে ‘বাধা’ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। দু’-এক দিন চলার পরেই অধিকাংশ হল থেকে সিনেমাটি উঠে যায়। তা নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয় সিনে মহলে।আচমকাই শহর জুড়ে ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। প্রতিবাদে সরব হন টলিপাড়ার তারকারাও। ‘ভবিষ্যতের ভূত’ হলে ফেরানোর দাবিতে রাস্তায় নামেন টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। সিনেমা হলে ফের ‘ভবিষ্যতের ভূত’ ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ছবির প্রযোজনা সংস্থা Indibility Creative Private Limited (ICPL)। সেই মামলার ভিত্তিতেই এ দিন রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

শেষমেশ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শনীর ব্যবস্থা হতে চলেছে। রায় বেরনোর পরে ‘ভূতের ভবিষ্যত্’-এর পরিচালক অনীক দত্তের প্রতিক্রিয়া: “আমি আর কী বলব? সুপ্রিম কোর্ট যা বলার বলেছে। আইনি ব্যাপার অত বুঝি না। তবে রায় শুনে মনে হল, বাংলা কথায় মনে হচ্ছে, আদালত বোঝাতে চেয়েছে, এ সব কী হচ্ছে!”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest