ভোটগণনার আগের দিনও উত্তপ্ত ভাটপাড়া, বোমা বাঁধতে গিয়ে মৃত ১, আহত ২,

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#ভাটপাড়া: ভোটগণনার ঠিক একদিন আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া৷ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মৃত এক ব্যক্তি৷ গুরুতর জখম আরও দুই৷ বোমা তৈরির সমঞ্জাম-সহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এলাকার প্রতিটি গলিতে বসেছে পুলিশ পিকেট৷ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা৷

বুধবার সকালে হঠাৎই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাটপাড়া৷ স্থানীয়দের অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল৷ এবং বোমা বাঁধতে গিয়েই ঘটে বিপত্তি৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ গুরুতর জখম হয়েছেন আরও দুই৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম-সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সূত্রের খবর, আগামিকাল ভোটগণনার পর, এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই বোমা বাঁধছিল ওই ব্যক্তিরা৷ তবে ধৃতরা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছিল কি না, তা জানা যায়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে ভোট গণনার একদিন আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া এলাকা৷ উপ-নির্বাচনের আগের দিন রাত থেকে সেখানে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তা বুধবারও বজায় রয়েছে৷

জগদ্দল থানা এলাকার বিভিন্ন গলিতে পুলিস পিকেট বসেছে। ওয়ার্ড ভিত্তিক শান্তি বৈঠক করছে পুলিসের। চলছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। এলাকার মানুষ ভয় কাটিয়ে রাস্তায় বেরনো শুরু করেছে। প্রসঙ্গত, সোমবারের পর মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে চলে বিক্ষোভ। দুষ্কৃতীরা আটকে থানা নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমাবাজি, ইট ছোড়ে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বুধবার সকাল থেকেই এলাকায় পুলিসের তরফে মাইকিং করা হচ্ছে। কোনওরকমে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest