ভোটের আগে নতুন জোটসঙ্গী পেল তৃণমূল,মমতার পাশে কমল হাসন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: আসন্ন নির্বাচনের আগে নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গেলেন তামিল সুপারস্টার তথা মক্কল নিধি মইয়ম (এমএনএম) নেতা কমল হাসন। সেখানে তৃণমূলের সঙ্গে জোট ঘোষণা করলেন তিনি। আগামী মাসে আন্দামানে তৃণমূল প্রার্থীর হয়ে যৌথ সভাও করতে দেখা যাবে তাঁকে।

সোমবার চেন্নাই থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের কমল জানান, রাজনৈতিক কারণেই মমতার সঙ্গে তিনি দেখা করছেন। এ রাজ্যে এসেও কার্যত সে কথাই বললেন অভিনেতা। দুপুরে কলকাতায় পা রাখেন কমল হাসন। বিমানবন্দর থেকে সোজা নবান্নে পৌঁছন দুপুর ৩টে নাগাদ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে ঘণ্টা দুয়েক বৈঠক করেন। নবান্নে মমতার সঙ্গে দেখা করার পর অভিনেতা জানান আন্দামান আসনটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে তাঁর দল।

আন্দামানে তৃণমূলের প্রার্থী হয়েছেন অয়ন মণ্ডল। আগামী ৬ এপ্রিল দ্বীপরাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে যাবেন অভিনেতা। এ বারই ভোটের লড়াইয়ে নেমেছে এমএনএম। তামিলনাড়ুর এবং পুদুচেরির ৪০টা আসনেই প্রার্থী দিয়েছে তারা। তবে নিজে না লড়ে প্রার্থীদের সমর্থনের প্রচার চালানো হবে বলে জানিয়েছেন হাসন।শুধু আন্দামানই নয়, দেশের অন্য প্রান্তেও আসন সমঝোতার ভিত্তিতে তৃণমূলের সঙ্গে জোটধর্ম পালন করা হবে বলেও জানান হাসন।

প্রয়াত রাজনীতিক মনোরঞ্জন ভক্তের নাতি অয়ন মণ্ডল। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মনোরঞ্জন ভক্ত। ১৯৭৭ সালে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রথমবার লোকসভার সাংসদ নির্বাচিত হন। তবে শেষ জীবনে কংগ্রেসের সঙ্গে তিক্ততা দেখা দিলে, ২০১০ সালে তৃণমূলে যোগদান করেন তিনি। তাঁর মেয়ে অনিতা মণ্ডল বিধাননগরের জনপ্রিয় তৃণমূল নেত্রী। অনিতা মণ্ডলেরই ছেলে অয়ন মণ্ডল।

এর আগে, ২০১৪-র লোকসভা নির্বাচনে আন্দামান থেকে অনিতা মণ্ডলকেই দাঁড় করিয়েছিল তৃণমূল। কিন্তু পরাজিত হন তিনি। এ বার নামানো হয়েছে তাঁর ছেলেকে। তবে বাঙালি জনসংখ্যার পাশাপাশি আন্দামানে তামিলনাড়ুর বহু মানুষও রয়েছেন, যাঁদের মধ্যে কমল হাসনের জনপ্রিয়তা ব্যাপক। তাই অয়নের সমর্থনে সভা করতে তাঁকে আন্দামান নিয়ে যাওয়া হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest