Site icon The News Nest

ভোটের কয়েক ঘণ্টা আগে ব্যারাকপুরে আক্রান্ত তৃণমূল কাউন্সিলার, ভর্তি হাসপাতালে

TMC 2

ব্যারাকপুর: সোমবার ভোটগ্রহণ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার কয়েকঘণ্টা আগেই এক তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল। শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ওই কাউন্সিলার বর্তমানে ভরতি রয়েছেন হাসপাতালে।

জানা গিয়েছে, গত শনিবার রাতে নিজের বাড়িতে বসেই দলের কাজ করছিলেন ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। সে সময় বাইরে থেকে কয়েকজন যুবক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বহিরাগতদের হাতে আক্রান্ত হয়ে শুভ্রকান্তিবাবু চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। তখন অবস্থা বেগতিক দেখে বহিরাগতরা সেখান থেকে চম্পট দেয়। তবে কিছুক্ষণ পর অভিযুক্ত সন্দেহে তিন জনকে আটক করে স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় তৃণমূল কাউন্সিলারকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এ ব্যাপারে তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। যদিও গেরুয়া শিবির দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তবে বিজেপি মারধরের অভিযোগ অস্বীকার করলেও তৃণমূলের অভিযোগ, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যোগসাজশ রয়েছে।

প্রসঙ্গত, সোমবারই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷নির্বাচন কমিশন এই কেন্দ্রটিকে অতিসংবেদনশীল হিসাবে আগেই ঘোষণা করেছে।  তৃণমূলের হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দীনেশ ত্রিবেদী৷ তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং৷ উন্নয়নকে হাতিয়ার করেই এবারের লোকসভা নির্বাচনে জিতে হ্যাটট্রিক করবেন বলেই আশাবাদী তৃণমূল প্রার্থী৷ তবে গেরুয়া শিবিরও আশা রাখছে এই লোকসভা কেন্দ্রে জয় হবে প্রার্থী অর্জুন সিংয়ের৷ হাড্ডাহাড্ডি লড়াই লড়ে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার৷

Exit mobile version