Site icon The News Nest

ভোটের মধ্যে নয়, সুপ্রিম নির্দেশে ফলাফল প্রকাশ হওয়ার পর মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’

PM Narendra Modi poster 1554904608

নয়াদিল্লি: ২৪ মে দেশজুড়ে মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্মিত বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’৷ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷গত ১৫ এপ্রিল নির্বাচন কমিশনকে মোদীর বায়োপিক দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ ছবিটি দেখার পর কমিশন গত ২২ এপ্রিল তাদের সিদ্ধান্ত মুখবদ্ধ খামে আদালতের কাছে জমা দেয়৷ কমিশন জানায় তারা আগের সিদ্ধান্তেই অটল থাকছে৷ মোদীর বায়োপিক ভোট শেষ হওয়ার আগে মুক্তি করা যাবে না৷

ছবির নামেই স্পষ্ট বোঝা গিয়েছিল কী হতে পারে ‘পিএম নরেন্দ্র মোদী’র বিষয়বস্তু৷ ট্রেলারও সেই সম্ভাবনাগুলিতেই সিলমোহর দিয়েছে৷ মোদীর জীবনের নানা ওঠাপড়া, সংঘের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথ সবই দেখা গিয়েছিল ছবির ট্রেলারে৷ তারপরই মোদীর বায়োপিক মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ ভোটের আবহে প্রথমে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল৷ কিন্তু নির্বাচনের সময় এই ছবি ভোটারদের প্রভাবিত করবে বলেই আশঙ্কা করে বিরোধীরা৷ তাই ছবি মুক্তি নিয়ে বিরোধিতা শুরু করে কংগ্রেস৷ সেই জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও বল ঠেলে দেন নির্বাচন কমিশনের কোর্টে৷ শীর্ষ আদালত ছবি দেখে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দেন কমিশনের কর্তাদের উপর৷ আগামী ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি কোনওভাবেই সম্ভব নয় বলেই জানিয়ে দেয় নির্বাচন কমিশন৷

শুক্রবার প্রযোজক সন্দীপ সিং টুইটে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন৷ ভোটের ফলাফল ঘোষণার ঠিক পরেরদিনই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’৷ ভোটের আবহে কমিশনের এই সিদ্ধান্তে বিরোধীদের জয় হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ৷ ভোটের সময় ছবি মুক্তি বন্ধের দাবিতে বিরোধীরা শুরু থেকেই সোচ্চার ছিল৷ তাদের অভিযোগ, এতে বিজেপি অপ্রত্যাশিত সুবিধা পাবে৷ তাছাড়া ছবির বিষয়বস্তু যাঁকে কেন্দ্র করে সেই মোদী নিজেই ভোটের প্রার্থী৷ ফলে তাঁর ছবি দেখে ভোটাররা প্রভাবিত হতে পারেন৷ তাই অবিলম্বে ছবিটি রিলিজে নিষেধাজ্ঞা জারির দাবি জানান৷ওয়াকিবহাল মহলের মতে, ভোটের আবহে মোদীর বায়োপিক মুক্তি পেলে, তা হয়তো অনেক বেশি জনপ্রিয়তা পেত৷ কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরেরদিন মুক্তি পেয়ে ছবি আদতে কতটা ব্যবসা করবে, তা নিয়ে চিন্তিত সকলেই৷

Exit mobile version