ভোটে ‘ভালো রেজাল্ট’ হলেই পুরস্কার মোটরবাইক, জলপাইগুড়িতে ঘোষণা তৃণমূল নেতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ভোটের প্রচারে নেমে বিরিয়ানি থেকে মুড়ি বাতাসা, নানা খাবারের প্রলোভন দেখানো হয় ভোটের দিন। তাতে ফলও মেলে হাতেনাতে। নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়ে বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে যায় জনতা। এবার একইভাবে জলপাইগুড়িতে টোপ হিসাবে মোটরবাইক পুরস্কারে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

জানা গিয়েছে, জলপাইগুড়িতে রবিবার রাতে তৃণমূলের একটি কর্মিসভা আয়োজিত হয়। সেখানে তৃণমূলের ব্লক সভাপতি নিতাই কর বলেন, ভালো করে ভোট করাতে পারলে মোটরবাইক পুরস্কার দেবেন তিনি। জলপাইগুড়ি সদরের ২ নম্বর ব্লকের সভাপতি এই নিতাই কর। তাঁর কথায়, যেসব অঞ্চলে দল ভালো ফল করবে, সেই এলাকার দলীয় নেতাদের উৎসাহ দিতে ও দলকে সাহায্য করার জন্য মোটরসাইকেল উপহার দেওয়া হবে।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ অবশ্য ব্লক সভাপতির কথাতেই সায় দিয়েছেন। এমন করলে ক্ষতি কোথায়, আমি তো খারাপ কিছু দেখছি না। পাল্টা বলেছেন তিনি।তৃণমূলের এমন প্রতিশ্রুতির পাল্টা নিন্দায় সরব হয়েছে স্থানীয় বিজেপি। ভাতা দিয়ে ভোটে গোলমাল পাকানোয় উৎসাহ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest