ভোট প্রচারে নিজেদের নিরাপত্তার খরচ পকেট থেকে গুনতে হবে নেতা-মন্ত্রীদেরই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ভোটের বাজারে জবরদস্ত নিরাপত্তা নিয়ে ঘুরতেই পারেন নেতা-মন্ত্রীরা। কিন্তু সরকার তার খরচ বহন করবে না। খরচ দিতে হবে নেতা-মন্ত্রীদেরই। এই মর্মে সব রাজ্যে নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। জেলাগুলিতে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক কর্তা।

লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছে, জেড ক্যাটাগরির নিরাপত্তা যাঁরা পান, তাঁরা প্রচারে গেলে খরচ বহন করবে না রাজ্য সরকার। ওই খরচ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যাঁরা পান, তাঁদের ছাড় দিয়েছে কমিশন। তাঁদের খরচ দেবে সরকারই। রাজ্যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ ও শুভেন্দু অধিকারি পান জেড ক্যাটাগরির নিরাপত্তা। সামনে পাইলট পিছনে এসকর্টের পাশাপাশি সর্বক্ষণের কমপক্ষে চার জন দেহরক্ষী পান ওই নেতারা। তাঁদের বাড়িতেও ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী থাকেন। জ়েড ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া নেতা-মন্ত্রীর কনভয়ে একেবারে সামনে থাকে লিড মোবাইল ভেহিক্‌ল। তাঁদের প্রতিদিনের নিরাপত্তায় অন্তত ২০ জন নিরাপত্তারক্ষী ও দেহরক্ষী থাকেন। ফলে খরচ কম নয়।অন্যদিকে,  গাড়ি, হোটেল থাকা-খাওয়া, পুলিশ ও নিরাপত্তাকর্মীদের খরচও প্রার্থীকেই দিতে হবে বলে নির্দেশিকা দিয়েছে কমিশন। প্রার্থীদের জন্য বেঁধে দেওয়া ৭০ লক্ষ টাকা ওই খরচ বহন করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest