Site icon The News Nest

ভোট মিটতেই এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

lpg cylinder

#নয়াদিল্লি: ভোট মিটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। দেশের মেট্রো শহরগুলিতে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ১ টাকা ২৩ পয়সা। অন্যদিকে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ২৫ টাকা।

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে ওই নতুন দর। তবে ভোট মিটতেই এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটা বেড়ে যাওয়ায় টান পড়ল গৃহস্থের পকেটে।

নীচের তালিকায় দেখে নিন বিস্তারিত-

ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম

শহর সিলিন্ডার প্রতি দাম (১৪.২ কেজি)
দিল্লি ৪৯৭.৩৭ টাকা
কলকাতা ৫০০.৫২ টাকা
মুম্বই ৪৯৫.০৯ টাকা
চেন্নাই ৪৮৫.২৫ টাকা

ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম

শহর সিলিন্ডার প্রতি দাম (১৪.২ কেজি)
দিল্লি ৭৩৭.৫০ টাকা
কলকাতা ৭৬৩.৫০ টাকা
মুম্বই ৭০৯.৫০ টাকা
চেন্নাই ৭৫৩ টাকা

প্রসঙ্গত, ভোটের আগে গত কয়েক মাসে ধাপে ধাপে রান্নার গ্যাসের দাম বেড়েছে। বাড়তে বাড়তে সেই দাম সাধারণ মধ্যবিত্তর ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। ফলে সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। কিন্তু ভোটের ঠিক আগেই কমে রান্নার গ্যাসের দাম। নির্বাচনী প্রচারের সময় এই রান্নার গ্যাসের দাম ছিল বিরোধীদের প্রচারের এক অন্যতম হাতিয়ার। বিরোধীদের দাবি ছিল, ভোটের আগে দাম কমানো হয়েছে বটে, কিন্তু ভোট মিটতেই ফের বাড়ানো হবে এই দাম। বাস্তবে কার্যত সেই ছবিই দেখা গেল। ভোটের পরেই ফের মেট্রো শহরে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম।

Exit mobile version