Site icon The News Nest

ভোট শুরু হতেই অশান্ত মুর্শিদাবাদ, গুলি-বোমায় তপ্ত নবাবের শহর

poll23

মুর্শিদাবাদ: চলছে ভোট৷ কড়া নিরাপত্তা বুথে৷ ৯২ শতাংশ বুথ পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তবুও চলছে অবাধে ভোট লুটের কারবার৷ মুর্শিদাবাদ থেকে মালদহ, বেশ কিছু বথু অবাধে চলল ছাপ্পা৷ ভোটারদের হয়ে ভোট দেওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ বুথের বাইরে জটলা ভাঙতে গিয়ে নিরীহ ভোটারদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ পুলিশ তাণ্ডবে বাদ গেল শিশুও৷ পুলিশের লাঠির বাড়িতে জখম দুই শিশু-সহ বেশ কয়েকজন ভোটার৷ লন্ডভণ্ড রাজনৈতিক দলের বুথ অফিস৷ জঙ্গিপুরের সতির হরিপুরের ঘটনা৷

মুর্শিদাবাদের ডোমকলে কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা। ভোটগ্রহণ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই অশান্তি ডোমকলে। বুথের ৩০০ মিটারের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারিকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকেও। তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি। সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। আহত তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারির অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে। ডোমকলের ২২ নং বুথে পৌঁছে গিয়েছে মহকুমা আরক্ষা আধিকারিক৷ তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

ফের তপ্ত ডোমকল৷ সকাল ১০টা নাগাদ ব্যাপক বোমাবাজির অভিযোগ৷ টিকটিকিপাড়া প্রাথমিক স্কুলের বাইরে বোমাবাজির অভিযোগ৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ এলাকায় সকেট বোমা ফাঁটানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ স্কুলের পাশের জঙ্গল পড়ে রয়েছে একাধিক বোমা৷ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু তাজা বোমা৷ সকাল ১০টা নাগাদ ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি পুলিশ৷

মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর বুথে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করা অভিযোগ৷ একাধিক ভোটারকে একসঙ্গে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ সিপিএমের পোলিং এজেন্ট বাধা দেওয়ায় মারধরের হুমকি দেওয়ার অভিযোগ৷ প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মিলেছে৷ একাধিক ব্যক্তিকে ভোট দেওয়ানোর চেষ্টা বন্ধ করা গিয়েছে বলেও জানান তিনি৷

Exit mobile version