Site icon The News Nest

ভোট শেষ হলেই ৫৪হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিএসএনএল

BSNL

নয়াদিল্লি: খরচ কমাতে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সংস্থার ৫৪,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিএসএনএল বোর্ড। এই প্রস্তাব ইতিমধ্যেই সংস্থার বোর্ডে অনুমোদন হয়ে গিয়েছে আপাতত ভোট অবধি অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার করে ৷ ডেকান হেরাল্ড সংবাপত্রে এমনই প্রতিবেদন বের হয়েছে৷ যাতে জানান হয়েছে,সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি ১০টি সুপারিশ করেছিল যার মধ্যে তিনটি অনুমোদন করেছে বিএসএনএল বোর্ড৷

টেলিকম পরিষেবায় দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা এমটিএনএল ও বিএসএনএল বেশ কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে। অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএলের (এইউএবি) দাবি, কর্তৃপক্ষ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব দিলেও সায় দেয়নি টেলিকম দফতর (ডট)। আর্থিক সমস্যা মেটানোর কার্যকরী উপায় বার করতে মার্চেই এক দফা বৈঠক সেরেছে বিএসএনএল। জানা গেছে, ডটের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে তারা। যদিও যতক্ষণ না ভোট মিটছে ততক্ষণ টেলিকম দফতর এইছাঁটাইয়ের প্রস্তাব এখনও প্রয়োগ করতে চাইছে না৷ আধিকারিকরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অপেক্ষা করতে চাইছেন নতুন সরকার আসা অবধি৷ কারণ এই রকম ভিআরএস প্যাকেজ অথবা ব্যবসা গোটানোর খবর প্রকাশ হলে নির্বাচনের আগে তার একটা বড় প্রভাব পড়বে বলেই আশংকা করা হয়েছে৷বিএসএনএল সরকারি দফতর, সাধারণ গ্রাহকের পাশাপাশি ভোটে জরুরি পরিষেবা দেয়। আর্থিক সঙ্কটের কারণে সে পরিষেবা এমনিতেই কিছুটা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করলে ভোটের বাজারে সেটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সেই জন্যই ডট এত রাখঢাক করে চলছে বলেই মত বিশেষজ্ঞদের।

ইতিমধ্যেই বিএসএনএলের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের মধ্যে কয়েকটিকে শিলমোহর দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, কর্মীদের অবসরের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ বছর করা, ৫০ বছরের বেশি বয়সের কর্মীদের স্বেচ্ছাবসর দেওয়া এবং ৪জি সংযোগ দেওয়ার স্পেকট্রাম দ্রুত বরাদ্দ করা। সংস্থার দাবি, কেন্দ্রের কাছে আর্জি জানানো সত্ত্বেও মেলেনি ৪জি সংযোগ দেওয়ার স্পেকট্রাম। স্পেকট্রামের অভাবে বিএসএনএলের কেরল, বিহার, ওড়িশার মতো সার্কল কিছু জায়গায় পুরনো স্পেকট্রাম দিয়েই কোনও রকমে ৪জি পরিষেবা চালু করেছে। উত্তরবঙ্গের কিছু জায়গাতেও একই ভাবে চলছে ৪জি পরিষেবা।

আর্থিক দুর্দশার কারণে জম্মু-কাশ্মীর, কেরল ও দিল্লিতে বিএসএনএলের কর্পোরেট অফিস (সিএমডি-সহ পদস্থ কর্তারা বাদে) ছাড়া ফেব্রুয়ারির বেতন পাননি সংস্থাটির প্রায় দেড় লক্ষ স্থায়ী কর্মী-অফিসার। কোনও মাসে এত দিন বেতন বকেয়া পড়ার ঘটনাও এই প্রথম। বিএসএনএলে বর্তমানে মোট কর্মীর সংখ্যা ১,৭৪,৩১২। অবসরের বয়স কমানো এবং ভিআরএস দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ৫৪,৪৫১ বিএসএলএল কর্মীকে দরজা দেখান হচ্ছে যা মোট কর্মী ১৭৪৩১৪এর ৩১ শতাংশ৷অবসরের বয়স কমিয়ে আনার মাধ্যমে কর্মী সংখ্যা কমবে ৩৩৫৬৮ জন এবং এই উদ্যোগের ফলে বিএসএলএলের আগামী ছয় বছরে ওয়েজ বিল বাবদ লোক কমবে ১৩,৮৯৫ কোটি টাকা৷ অন্যদিকে ভিআরএস করানোর মাধ্যমে বছরে টাকা বাঁচবে ১৬৭১ কোটি টাকা থেকে ১৯২১ কোটি টাকা৷ ভিআরএস বাবদ সংস্থার খরচ হবে ১৩,০৪৯ কোটি টাকা৷

 

Exit mobile version