Site icon The News Nest

ভয়ঙ্কর দুর্ঘটনা! ইনসপেকশন কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা আপ শেওড়াফুলি লোকালের

train2

হুগলি: বড়সড় দুর্ঘটনা হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে লোকো ইঞ্জিনে ধাক্কা মারে হাওড়া-শেওড়াফুলি ট্রেন। চালক সহ ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ৯ জন যাত্রী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, একই লাইনে দুটি ট্রেন চলে আসে। ইনসপেকশন কারের পিছনে চলে আসে শেওড়াফুলি লোকাল। ইনসপেকশন কারটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই শেওড়াফুলি লোকালটি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু, তাতেও এড়ানো যায়নি দুর্ঘটনা। তবে, দুটির-ই গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, আপ শেওড়াফুলি লোকাল নিয়ম মেনেই যাচ্ছিল। কিন্তু একই লাইনে কীভাবে দুটি ট্রেন চলে আসে? কেন সিগন্যাল দেওয়া হয়নি? সব নিয়েই তদন্ত শুরু হয়েছে।জানা গিয়েছে, স্টেশনে ঢোকার মুখে এই দুর্ঘটনা ঘটে ২ নং প্ল্যাটফর্মে৷ লোকো ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে হাওড়া-শেওড়াফুলি লোকাল ট্রেনের৷ শ্রীরামপুরে ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে৷লাইন মেরামতি চলাকালীন লোকো ইঞ্জিনে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে৷ হাওড়া-ব্যান্ডেল সেকশনের ট্রেন চলাচল ব্যহত হয় এর ফলে৷ উদ্ধার কাজ চলছে বলে জানা গিয়েছে৷

Exit mobile version