মনুয়াকাণ্ড: রায়দান স্থগিত বারাসত আদালতে, হতাশ অনুপমের পরিবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: মনুয়াকাণ্ডের রায়দান স্থগিত করল আদালত। সূত্রের খবর, আগামী ২৫ জুলাই মামলার রায়দান করবে বারাসত ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্ট। প্রসঙ্গত, বছর দু’য়েক আগে প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল বারাসতের মনুয়ার মজুমদারের বিরুদ্ধে। সূত্রের খবর, দীর্ঘদিন মামলা চলার পর সোমবার ওই মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে অনিবার্য কারণে এদিন রায়দানের প্রক্রিয়া স্থগিত করে বারাসত আদালতে।

২০১৭ সালে ২ মে বারাসতে নিজের বাড়িতেই খুন হন ট্রাভেল সংস্থার কর্মী অনুপম সিংহ। ঘটনার ভয়াবহতা সাড়া ফেলে দেয় গোটা রাজ্যে। পুলিসের তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, অনুপম সিংয়ের খুনের পিছনে জড়িয়ে রয়েছে তাঁর স্ত্রী মনুয়া। উত্শৃঙ্খলা জীবনযাপন, উচ্চাকাক্ষা, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন- এই সবেই প্রেমিক দিয়ে নিজের স্বামীকে খুন করার অভিযোগ ওঠে। তার ফোনে কললিস্ট ঘেঁটে আরও শিউরে ওঠা তথ্য পায় পুলিস। প্রেমিক যখন অনুপমকে খুন করেছিল, তখন ফোনের অপর প্রান্ত থেকে স্বামীর আর্তনাদ শুনেছিল মনুয়া। মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল অনুপমকে।

ঘটনার ১৩ দিন বাদে অনুপম হত্যায় মূল অভিযুক্ত মনুয়া ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেফতার করেছিল পুলিস। তাদের বিরুদ্ধে ৩০২, ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। খুনের আগে ও পরে মনুয়ার পরিকল্পনা ও তথ্যপ্রমাণ লোপাটের কৌশল ধন্দে ফেলেছিল পুলিশকে। এই হত্যাকাণ্ডের ৮৬ দিন পরে চার্জশিট জমা দেয় বারাসত থানার পুলিশ। এর মধ্যে ফিংগারপ্রিন্ট ও ফরেনসিক রিপোর্টও ছিল । ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। ২৭ জন সাক্ষী ছিলেন। দীর্ঘ ২৩ মাস শুনানির পরে এবার রায় ঘোষণার অপেক্ষা।

অনুপম হত্যা মামলায় তাঁর স্ত্রী মনুয়ার কী শাস্তি হয়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। মনুয়ার ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে সকাল থেকেই বারাসত আদালতের বাইরে অপেক্ষায় ছিলেন অনুপমের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।  কিন্তু রায়দান স্থগিত হওয়ায় হতাশ পরিবার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest