Site icon The News Nest

মমতাকে “নর্তকী” বলে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতার

MaheshSharmaPTI

বুলন্দশহর: আগেও একাধিকবার মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। লোকসভা ভোটের মুখে মহিলা রাজনীতিবিদের আক্রমণ করতে গিয়ে ফের একবার কুরুচিকর মন্তব্য করে বসলেন সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা৷

সম্প্রতি উত্তরপ্রদেশের সিকন্দরাবাদে একটি প্রচার সভায় গিয়ে বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মহেশ ‘পাপ্পু’ বলে সম্বোধন করেন রাহুল গান্ধীকে। এর পরই তিনি প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে ‘পাপ্পুর পাপ্পি’ বলে সম্বোধন করেন তিনি।মহেশ শর্মা বলেন,“পাপ্পু বলছেন প্রধানমন্ত্রী হব৷ এখন তো আবার পাপ্পু কি পাপ্পি চলে এসেছেন৷ কিন্তু এঁদের সবার ওপরে আমাদের প্রধানমন্ত্রী মোদী রয়েছেন৷৭২ আসন নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে। বাকি ২০০ আসন কথা থেকে আসবে? আপনারা কি মজবুত সরকার চান না?”এতেই থামেননি মহেশ, ‘প্রিয়াঙ্কাকে সরাসরি আক্রমণ করে মহেশ বলেন, ‘‘প্রিয়াঙ্কা কি এর আগে দেশের মেয়ে ছিলেন না? তিনি কি কংগ্রেসের কন্যা নন?’’তবে শুধু প্রিয়াঙ্কা গান্ধী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। জনসভায় মহেশ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সিকন্দরাবাদে এসে যদি কত্থকও নাচেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এসে গানও করেন, তাহলেও কেউ দেখবে কি?’’মহেশের এই মন্তব্যগুলি নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে রাজনীতিতে লিঙ্গবৈষম্য নিয়েও।

শুক্রবারও এক জনসভায় সাংসদদের কাজ নিয়ে সাফাই গান মহেশ শর্মা৷ তিনি বলেন ভগবানও মানুষের সব কাজ করতে পারেন না৷ তাহলে একজন সাংসদ কীভাবে করবেন৷ দেশের বেকারি, শিক্ষার বিস্তারে খামতি ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা না মেটাতে পারা সরকারের ত্রুটি নয়৷ ভগবানের দোষ বলে মন্তব্য করেন তিনি৷

Exit mobile version