Site icon The News Nest

মহাজোট থেকে বাদ, বেগুসরাই থেকে সিপিআই প্রার্থী হলেন কানহাইয়া কুমার

kanhaiya kumar

পাটনা: আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইয়ের হয়ে ভোটে লড়বেন কানহাইয়া কুমার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র সভাপতির ভোটে লড়া নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই । শেষমেশ তাঁর ভোট- রাজনীতি প্রবেশের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। কানহাইয়াকে ছাড়াই বিহারের বিজেপি বিরোধী জোটের ঘোষণা হয়ে গিয়েছে। এমতাবস্থায় শনিবার কানহাইয়ার প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা হয়। অন্য বাম দল গুলিও কানহাইয়াকে সমর্থন করছে।

প্রথম থেকেই বেগুসরাই থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন সিপিআই নেতা কানহাইয়া। কয়েক দফায় আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে বৈঠকও হয়। এমনকি লালু প্রসাদের সঙ্গেও সিপিআইএম এবং সিপিআইয়ের আসন সমঝোতা নিয়ে আলোচনা করেন সীতারাম ইয়েচুরি। তবে, সূত্রে খবর, ওই কেন্দ্রে কানহাইয়াকে টিকিট দেওয়ায় বাধ সাধে খোদ তেজস্বী। মনে করা হচ্ছে, ওই এলাকায় কানহাইয়ার জনপ্রিয়তা বেশি হওয়ায় তাঁর ইমেজকে ছাপিয়ে যাওয়ার আশঙ্কায় টিকিট দিতে নারাজ তেজস্বী।বিহারে ৪০টি লোকসভা আসন। তার মধ্যে ১৯টিতে আরজেডি এবং ৯টি আসনে কংগ্রেস লড়বে বলে আরজেডি সূত্রে জানানো হয়েছে। বাকি ১২টি আসন শরিকদের জন্য ছাড়া হয়েছে। এই মহাজোটে সিপিআইএমএল ছাড়া আর কাউকে রাখা হয়নি। এর কারণ হিসাবে আরজেডির তরফে বলা হয়েছে, বিহারে কোনও বাম দলের জনভিত্তি নেই।

বিরোধী জোট থেকে বাদ পড়ায় বামেদের তোপের মুখে পড়েছে আরজেডি ও কংগ্রেস। বাম শিবির বলছে। বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করে জোট করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে বেগুসরাই কেন্দ্রের যা পরিস্থিতি তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা অনেক নিরাপদ। আর তাই আরজেডি চাইছে তানভির হুসেনকে প্রার্থী করতে। ২০১৪ সালে অবশ্য এই কেন্দ্র থেকেই লড়ে প্রায় ৬০ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। তার আগের মানে ২০০৯ সালের ভোটে এখান থেকে জিতে সংসদে গিয়েছিলেন জেডিইউ-র নেতা মোনাজির হাসান। তাছাড়া আরজেডি মনে করে বেগুসরাই কেন্দ্র থেকে কানহাইয়ার সফল হওয়ার সম্ভবনা খুব বেশি নেই। তাঁর উল্টোদিকে আছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিহারের রাজনীতিতে জাতিগত সমীকরণ সবসময় বড় ভূমিকা নিয়ে থাকে। আর সেদিক থেকেও কাণহাইয়া বিজেপির প্রভাবশালী নেতার থেকে পিছিয়ে আছেন বলে মনে করছে আরজেডি।

Exit mobile version