Site icon The News Nest

মাত্র দু’নম্বরের জন্য হাতছাড়া একশো শতাংশ! যুগ্ম প্রথম বীরভূমের শোভন, কোচবিহারের রাজর্ষি

mahua das pc

#কলকাতা: মাত্র দু’নম্বরের জন্য হাতছাড়া হল একশো শতাংশ নম্বর। তবে বীরভূমের শোভন বা কোচবিহারের রাজর্ষির কাছে এটাই বা কম কী! কারণ তাঁরাই যে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ উচ্চমাধ্যমিকের ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে উচ্চশিক্ষা পর্ষদ। এ বারের পরীক্ষায় ৪৯৮, অর্থাৎ ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন বীরভূমের শোভন মণ্ডল এবং কোচবিহারের রাজর্ষি বর্মণ।

এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। অর্থাৎ ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করছে সংসদ। গতবারের তুলনায় এ বছর পাশের হার অনেকটাই বেশি। এ বছর ৮ লক্ষেরও বেশি পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যার মধ্যে পাশের হার ৮৬.২৯ শতাংশ। গত বছর যেখানে পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫.৩। পাশের হারের নিরিখে এ বারও কলকাতাকে জোর টক্কর দিয়েছে জেলা।  সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা ওয়েব সাইটে নিজেদের রেজাল্ট জানতে পারবেন।

পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখুন সংসদের নিজস্ব সাইট  wbchse.nic.inwbresults.nic.in -এ। এসএমএসে ফল জানতে হলে লিখতে হবে WB12 তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

• সাত লক্ষ ৭৭, ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার ৩২৯ জন সফল হয়েছে।

• কলকাতায় পাশের হার ৯১.৪১ শতাংশ

• পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৪.১৯ শতাংশ

• পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯০. ৯৪ শতাংশ

• পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথম, কলকাতা দ্বিতীয়

• প্রথম ১০ জনে রয়েছেল ১৩৭ জন।

• ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন

• মেয়েদের পাশের হার ৮৫.৩

•  মোট পাশের হার ৮৬.২৯ শতাংশ

• স্ক্রুটিনির আবেদন করা যাবে অনলাইনে, আজ রাত থেকেই

• ৬.২৬ শতাংশ বেশি ছাত্রী এবার পরীক্ষা দিয়েছেন।

• কমিউনিটি ডেভেলপমেন্টে আমরা দেশে প্রথম।

• কারিগরি বিষয়ের উপরও পরীক্ষা হয়েছে।

• ইংরেজির পাশাপাশি হিন্দিতেও প্রশ্নপত্র দেওয়া হয়েছে  এ বার।

• বেশ কিছু নতুন বিষয়ের সূচনা করা হয়েছে

• ৫১ বিষয়ে পরীক্ষা হয়েছে।

Exit mobile version