ফের মাসুদ আজহারকে ‘‌আন্তর্জাতিক জঙ্গি’‌ ঘোষণার প্রস্তাব আমেরিকার, পাশে ব্রিটেন ও ফ্রান্স

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাষ্ট্রপুঞ্জ: অবিলম্বে মাসুদ আজহারকে ‘‌আন্তর্জাতিক জঙ্গি’‌ ঘোষণা করা হোক। ফের একবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাব পাঠানো হল। ব্রিটেন এবং ফ্রান্সের সমর্থন নিয়ে এবার তা পাঠিয়েছে আমেরিকা। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পরই ফ্রান্স নিরাপত্তা পরিষদে একই প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাকি দেশগুলি তাতে সম্মত হলেও ভেটো দিয়েছিল চীন। কিন্তু চীনের সেই আপত্তি সত্ত্বেও বুধবার ফের একবার মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব দিল ওয়াশিংটন। প্রস্তাবে বলা হয়েছে, আলকায়দা বা আইএস জঙ্গিগোষ্ঠীকে প্রচ্ছন্নে মদত জোগানো, অর্থ সাহায্য এবং অস্ত্র বিক্রি করেছে মাসুদ। তাই অবিলম্বে তাঁকে ‘‌আন্তর্জাতিক জঙ্গি’‌ ঘোষণা করা হোক।

ব্রিটেন ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে আমেরিকার তরফে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারের ওপর অস্ত্রের নিষেধাজ্ঞা, ভ্রমণে বাধা এবং সম্পত্তি আটকের মতো প্রস্তাব রাখা হয়েছে।মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করার রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বার বার বাধা দিয়েছে চিন। বারবার তাদের এমন আচরণে হতাশা প্রকাশ করেছে নয়াদিল্লি। অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনও। চিনের এ রকম মনোভাবের পরই পশ্চিমি কূটনৈতিক মহল স্পষ্ট করে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে আর চিনের সম্মতির জন্য অপেক্ষা করতে রাজি নয়। বরং বিষয়টি নিয়ে প্রকাশ্য আলোচনা চায় তারা। সেই মতো প্রস্তুতি শুরু করার ইঙ্গিত দিয়েছিল আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যরা রাজি থাকলেও তাদের সঙ্গে একমত হয়নি চীন। বেজিংয়ের দাবি, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁদের আরও সময় লাগবে। ফলে ফের এবার আটকে গেল সেই প্রক্রিয়া। এদিকে, এই নিয়ে গত ১০ বছরে ৫ বার মাসুদ আজহারকে ‘‌জঙ্গি’ তকমা দেওয়ার দাবি উঠল রাষ্ট্রপুঞ্জে। এরও আগে ২০১৭ সালে নিরাপত্তা পরিষদে মাসুদকে কালো তালিকাভুক্ত করার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল চীন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় বেজিং ‘‌ভেটো’ দেওয়ায় ভারতের সেই আশা পূর্ণ হয়নি। ২০০১ সালে ভারতে সংসদ হামলা করার পিছনেও এই জৈশ জঙ্গিদের হাত ছিল। আর তারপরই ওই বছর মাসুদের সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাষ্ট্রপুঞ্জ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest