Site icon The News Nest

মায়ের হয়ে প্রচারে সোনাক্ষী, গলা মেলালেন মোদী বিরোধী স্লোগানে

Sonakshi 2

লখনউ: বাবা রাজনীতির ময়দানে পুরানো খিলাড়ি৷ মা সেখানে একেবারেই নবাগতা৷ তাই ভোট প্রচারে মা পুনম সিনহার উৎসাহ বাড়াতে হাজির হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা৷ শুক্রবার লখনউ জুড়ে রোড শো করেন শত্রুঘ্ন ঘরণী৷ পুরো সময়টাই মায়ের পাশেই কাটান সোনাক্ষী৷ স্লোগানের সময় গলাও মেলাতে দেখা যায় তাঁকে৷

শুক্রবার গাড়ি করে তিনটি বিধানসভা এলাকায় চষে বেড়ান পুনম৷ পাশে ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব৷ সোনাক্ষীর মতো মায়ের ভোট প্রচারে সামিল হন ছেলে খুশ সিনহা৷ উল্লেখ্য, গত মাসে সমাজবাদী পার্টিতে যোগ দেন পুনম সিনহা৷ রাজনীতিতে যোগ দিয়েই সবথেকে কঠিন কেন্দ্রে তাঁকে দাঁড় করায় সপা৷ অতীত বলছে, লখনউ কেন্দ্র থেকে আজ অবধি অখিলেশের দল জিততে পারেনি৷ আর এবার এই কেন্দ্রের প্রার্থী স্বয়ং রাজনাথ সিং৷ রাজনীতিবিদদের একাংশ এবারও রাজনাথ সিংয়ের জেতার সম্ভাবনাই দেখছে৷ আগামী ৬ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ৷

১৯৯১ সাল থেকে লখনউ বিজেপির দখলে৷ দলের প্রবাদপ্রতিম নেতা ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন৷ ২০১৪ সালে রাজনাথ সিং পা গলায় অটলবিহারীর জুতোয়৷ গাজিয়াবাদ ছেড়ে লখনউ কেন্দ্রের প্রার্থী হন৷ কংগ্রেসের রীতা বহুগুণা যোশীকে হারান৷ সেই যোশী পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন৷

এদিন নীল-সাদা পোশাক ও চোখে চশমা পড়ে মায়ের রোড শোতে হাজির হন বলিউড অভিনেত্রী৷ পুনম এই প্রথম ভোটের ময়দানে৷ উত্তরপ্রদেশের অন্যতম নজরকাড়া কেন্দ্র লখনউ থেকে সমাজবাদী পার্টি তাঁকে প্রার্থী করেছে৷ পুনমের প্রতিদ্বন্দ্বি পোড় খাওয়া রাজনীতিবিদ রাজনাথ সিং৷

Exit mobile version