#Loksabha Elections 2019: জনস্রোতে ভেসে আমেঠিতে মনোনয়ন পেশ রাহুল গান্ধীর, পাশে গোটা পরিবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লখনউ : উত্তরপ্রদেশের আমেঠি থেকে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার দুপুরে মা ও বোনকে পাশে নিয়ে মনোনয়ন পেশ করেন তিনি।

গান্ধী পরিবারের সদস্যদের দেখতে আমেঠির রাস্তায জনস্রোত ছিল চোখে পড়ার মত। মুহুর্মুহু উঠেছে চৌকিদার চোর হ্যায় স্লোগান। এদিন রাহুলের সঙ্গে সনিয়া- প্রিয়াঙ্কা ছাড়াও ছিলেন রবার্ট ও তাঁর সন্তানরা। এবার উত্তরপ্রদেশের আমেঠি ছাড়াও কেরলের ওয়ানাড় থেকে প্রাথী হয়েছেন রাহুল। বিজেপির দাবি আমেঠি থেকে জিততে পারবেন না জেনেই কেরলে আশ্রয় নিয়েছেন তিনি। যদিও এদিনের জনস্রোত কিন্তু অন্য কথা বলছে। ভিড়ের জন্য বহুবার থমকে গিয়েছে রাহুলের মিনি ট্রাক। গান্ধী পরিবারের জয়ধ্বনিতে কান পাতা দায় তখন।  মনোময়ন পেশের পাশাপাশি এদিন নিজের কেন্দ্র আমেঠিতে ৩ কিলোমিটার রোড শো-ও করবেন কংগ্রেস সভাপতি৷ এই ব়্যালিতেও ঘিরে বিশাল জনসমাগম হবে বলে মনে করছেন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব৷ মুন্সীগঞ্জ দারপিপুর থেকে গাউরিগঞ্জ পর্যন্ত হবে এই রোড শো৷

Rahul Gandhi Amethi

আমেঠি কংগ্রেসের গড়৷ ২০০৪ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী৷ এবারও প্রার্থী তিনি৷ বিরোধী জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন তা স্পষ্ট নয়৷ তবে বিজেপি মনে করে রাহুল ছাড়া এক্ষেত্রে অন্য কারোর কথা ভাবা যায় না৷ তাই গেরুয়া শিবিরের নিশানায় তিনি৷ রাহুলকে বেগ দিতে এবারও আমেঠি কেন্দ্রে বিজেপি দাঁড় করিয়েছে স্মৃতি ইরানিকে৷

rahul gandhi 0

গতবারই স্মৃতি রাহুল গান্ধীর ভোটের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিলেন৷ হেরে গিয়েও আমেঠি ছাড়েননি তিনি৷ গত পাঁচ বছরে প্রায়ই সেখানে গিয়েছেন তিনি৷ মানুষের জন্য কাজ করেছেন৷ অন্যদিকে, কংগ্রেসকে বার্তা দিয়ে আমেঠি ও সনিয়া গান্ধীর কেন্দ্র রায়বেরেলিতে প্রার্থী দেয়নি সপা – বসপা জোট৷ ফলে লড়াই কিছুটা সহজ হয়েছে কংগ্রেসের৷ মোদী ম্যাজিকও অনেকটাই ফিকে গত পাঁচ বছরে৷ ফলে হাত শিবির মনে করছে আমেঠিতে ‘কংগ্রেস গড়ে’র সুনাম ধরে রাখাটা অসুবিধের হবে না৷

উল্লেখ্য, আমেঠিতে রোড শো করার পর মুর্শিদাবাদে প্রচার করতে আসবেন রাহুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest