Site icon The News Nest

মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, রাফাল নিয়ে ফের কংগ্রেসের নিশানা

modi anil

নয়াদিল্লি: শনিবারই রাফালে চুক্তি নিয়ে নতুন করে বোমা ফাটিয়েছে ফ্রান্সের জাতীয়স্তরের দৈনিক লা মঁদে। সংবাদপত্রের রিপোর্টে প্রকাশ, দাঁসোর সঙ্গে রাফালে চুক্তির মাস ছয়েকের মধ্যে অনিল আম্বানির ফ্রান্সের টেলিকম কোম্পানির ১৬২.‌৬ মিলিয়ন মার্কিন ডলারের দেনা শুধেছিল তারা। এই খবরেই ভোটের বাজারে ফের চাঙ্গা হয়ে উঠেছে কংগ্রেস। খবরটি জনসমক্ষে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস। সেখানে অনিল আম্বানির নাম না করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি কি ডব্‌ল এ–র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। রাফালে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই অনিল আম্বানির ১৪৩ মিলিয়ন কর শোধ হয়ে গেল। আর তাঁকে মাত্র সাত মিলিয়ন কর মেটাতে হয়েছে। মোদি থাকলে সমই সম্ভব হবে।’‌ এরপরই তাঁদের ‘‌‌চৌকিদার চোর হ্যায়’‌ স্লোগান ফের তুলে সুরজেওয়ালা বলেছেন, ‘‌চোর ধরা পড়ে গিয়েছেন।’
২০১৫–র এপ্রিলে যখন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন মোদি, তখন ওই চুক্তি হয়েছিল হ্যালের সঙ্গে। সেকথা মনে করিয়ে দিয়ে সুরজেওয়ালার অভিযোগ, বারমুডায় অনিল আম্বানির আরেকটি আন্তর্জাতিক কোম্পানি আছে যেখানে কালো টাকা পাঠানো হয়েছে। ‌ ‌‌

Exit mobile version