Site icon The News Nest

যে দোকানে চা বিক্রি করেছেন প্রধানমন্ত্রী, সেটাও এবার ট্যুরিস্ট স্পট!

narender modi tea spot

আহমেদাবাদ: কিশোর বয়সে যে গুমটিতে বসে চা বিক্রি করে দিন গুজরান করতেন নরেন্দ্র মোদী, গুজরাতের ভাডনগরের সেই চায়ের দোকানকে এবার পর্যটনস্থল হিসেবে ঘোষণা করতে চলেছে প্রশাসন। 

একজন চা-ওয়ালা থেকে তিনি আজ প্রধানমন্ত্রী হয়েছে বলে বারবারই উল্লেখ করে থাকে বিজেপি। সেই চা দোকানটিকেই এবার পর্যটকদের কাছে দর্শণীয় করার ব্যবস্থা করছে গুজরাতের রাজ্য সরকার। কারণ এখানেই ছেলেবেলার দীর্ঘ সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। 

সম্প্রতি গুমটি ঘুরে দেখে এসেছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের রাজ্যমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এই সফরেই স্থির হয়েছে, প্রধানমন্ত্রীর শৈশবস্মৃতি বিজড়িত ওই গুমটি সংরক্ষণ করে পর্যটনস্থল হিসেবে ঘোষিত হবে। ঠিক হয়েছে, যে অবস্থায় গুমটিটি রয়েছে, হুবহু সেই অবস্থাতেই সেটি কাচের আচ্ছাদন দিয়ে ঘিরে সংরক্ষণ করা হবে। মন্ত্রী চান, নরেন্দ্র মোদীর কঠোর জীবনসংগ্রামের স্মারক হিসেবে এই চায়ের গুমটি দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা হবে।

Exit mobile version