রক্ষাকবচ বাড়ানোর আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজীব কুমার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: আইনি সুরক্ষার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আইনজীবীদের ধর্মঘটের কারণ দেখিয়ে এই আবেদন করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার সুপ্রিম কোর্টে বিশাল বড়ো ধাক্কা খেয়েছিলেন রাজীব কুমার। গ্রেফতারির এড়াতে তাঁর ওপরে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে দেন শীর্ষ আদালত। তবে তার পাশাপাশি সাত দিনের আইনি সুরক্ষাও দিয়েছিল তারা। শীর্ষ আদালত জানিয়েছিল সাত দিন, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে। এই সময়ে হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন রাজীব কুমার। কিন্তু এ দিন পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন নগরপাল। তাঁর দাবি, সাত দিনের যে আইনি সুরক্ষা তাঁকে দেওয়া হয়েছে, সেটা আরও বাড়ানো হোক। কারণ আইনজীবীদের ধর্মঘট চলায় জামিনের আবেদন করা সম্ভব হবে না। সুপ্রিম কোর্ট, তাঁর এই আবেদন মঞ্জুর করে কি না, সেটাই দেখার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest