রঙিন ডুডল, বসন্ত উৎসবে মাতল গুগলও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: রঙিন হল ডুডলও।আজ বসন্ত উৎসব। তাই গুগল খুললেই নজরে পড়ছে লাল- নীল রঙের ছটা। গতকালই বসন্তের আগমন বার্তা দিয়েছিল গুগল। পৃথিবী পৃষ্ঠের উপর একটি ফুলের অ্যানিমেটেড ডুডল দেওয়া হয়েছিল।রাস্তার ধারে ধারে আগুন রঙের পলাশ, লাল রঙের শিমূল, এদিক ওদিক অমলতাসের রঙ আমাদের জানিয়ে যাচ্ছিল ঋতুরাজ এসে গিয়েছে।এবার রঙের উৎসবেও মেতে উঠল ডুডল।

মূলত ভারত ও নেপালে বসন্তের শুরুতে রং খেলার প্রচলন থাকলেও এখন এশিয়ার বহু দেশেই এই রীতি পালিত হতে দেখা যায়।এদিন রঙের ছটার সঙ্গে ডুডলে স্থান পেয়েছে খাওয়া-দাওয়া, নাচ গানও।আপনারাও মেতে উঠুন রং উৎসবে। রঙে রঙে বরণ করে নিন বসন্তকে। দোলের শুভেচ্ছা। হ্যাপি হোলি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest