রবি ঠাকুরের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক এখন ইংরাজি আর তামিল ভাষাতেও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মুম্বই: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তীতে তাঁর গল্পের ওপর তৈরি ধারাবাহিকটি আরও সহজে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হল। মূল ধারাবাহিকটি ছিল শুধু হিন্দিতে। এখন থেকে ইংরাজি আর তামিল ভাষাতেও দেখা যাবে এটি।

ধারাবাহিকটির পরিচালক অনুরাগ বসু। এতে অভিনয় করেছেন, রাধিকা আপতে, সুমিত ভিয়াস এবং অমৃতা পুরি। সঙ্গীত পরিচালনা করেছেন, অরিজিৎ সিং, শান ও শালমলি। ধারাবাহিকটি দেখা যাবে কেবলমাত্র এপিক অন চ্যানেলে। এটি মোট ২৬ পর্বের একটি ধারাবাহিক।

সুমিত বলেছেন, রবীন্দ্রনাথ হলেন জাতীয় সম্পদ। এই কাজের একটি অংশ হওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত। আমাদের মধ্যে বেশির ভাগই রবীন্দ্রনাথের কথা জানি। কিন্তু প্রকৃতপক্ষে কতজন তাঁর কাজের ব্যাপারে ভালো করে জানি? তিনি বলেন, এই কাজ অনেক বেশি মানুষের কাছে দেশের এই মহান দার্শনিক আর সংস্কৃতিমনস্ক মানুষটিকে পৌঁছে দেবে।

এপিকের কনটেন্ট আর প্রোগ্রামিং-এর প্রধান অকুল বলেন, ইংরাজি আর তামিলে এটি সম্প্রচার করার বিষয়টি খুবই ভালো। এতে করে নতুন দর্শক সংখ্যা আরও অনেক বাড়বে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest