রাঁচিতে আর্মি হ্যাট পরে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাঁচি : পুলওয়ামা হামলার শহীদের শ্রদ্ধা জানাতে আজ রাঁচিতে আর্মি হ্যাট পরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। শুক্রবার বিসিসিআই এমনটাই জানিয়েছে।
পুলওয়ামা হামলার পর বালাকোটের এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। জঙ্গী ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে কতগুলি জঙ্গী ঘাঁটি উড়েছে, কজন জঙ্গি খতম হয়েছে তা স্পষ্ট করা হয়নি। আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স -এর উপগ্রহ চিত্র বলেছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি আসলে হয়নি। বিষয়টিতে খানিকটা অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। বায়ুসেনা আগে স্পষ্ট করেছিল, তাদের কাজ কেবল নিখুঁত লক্ষ্যে হামলা করা। রয়টার্স এর কথা অনুযায়ী, এই নিখুঁত হামলার দাবিও নাকি সত্যি নয়।এদিন ম্যাচ শুরুর আগে প্রত্যেক ক্রিকেটারের হাতে সেনার টুপি তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। মাহি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন সেনার সাম্মানিক মেজর পদ পেয়েছিলেন। তাঁর হাত দিয়েই সব ক্রিকেটারদের কাছে পৌঁছে গেল সেনাবাহিনীর টুপি।

পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে এর আগেও কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল ভারতীয় দল। হামলার পর প্রথম ম্যাচেই বিরাটদের দেখা যায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও সেদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে কালো আর্মব্যান্ড পরেন। আর্মি হ্যাট পরে খেলার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার আগেই ভারতীয় টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে এই বিষয়ে টুইট করেন। তাতে তিনি লিখেন,” সাবাস ভারতীয় বায়ুসেনা। সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছো। আমরা তোমাদের নিয়ে গর্বিত। জয়হিন্দ।”
জানা গিয়েছে এই হ্যাট পড়ে খেলার পিছনেও নাকি আর্মির ভুমিকা রয়েছে। ভাবনাটাই নাকি একজন লেফটেন্যান্ট কর্নেল- এর। যদিও ভারতীয় টিম এবিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। ভাবখানা এমন কারো কথায় নয়, নিজেরাই আর্মি হ্যাট পড়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest