Site icon The News Nest

রাজীব গান্ধীকে ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ কটাক্ষের পরও কমিশনের থেকে ফের ক্লিনচিট পেলেন মোদী

Modi and Rajiv

#নয়াদিল্লি: প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ভ্রষ্টাচারী নম্বর ওয়ান বলে তোপ দেগেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই মন্তব্যের পর রাজীব-তনয় রাহুল গান্ধীগিরি দেখালেও, কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। নির্বাচন কমিশন শেষপর্যন্ত প্রধানমন্ত্রীকে ক্লিনচিট দিল।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা খণ্ডন করে দেয় নির্বাচন কমিশন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ বলে যে তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদী, তার জন্য মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করা হয়নি। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে এই নিয়ে সাতবার ক্লিনচিট দিল।

যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হাজির হয়েছে কংগ্রেস। কোন যুক্তিতে প্রধানমন্ত্রীকে বেকসুর ছাড় দেওয়া হচ্ছে, তা সোমবার কমিশনের আইনজীবীর কাছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। প্রধানমন্ত্রীকে ছাড়ের নির্দেশিকা সঙ্গে না থাকায় বুধবার মামলার পরবর্তী শুনানির দিন সেই কাগজ আদালতকে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।

 

Exit mobile version