Site icon The News Nest

রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একযোগে তোপ সুজন চক্রবর্তীর

sujan

কলকাতা: ‘রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই।’ সুদীপ্ত সমাবেশের মঞ্চ থেকে এ ভাবেই রাজ্য সরকারের উদ্দেশে তোপ দাগলেন বাম পরিষদীয় দলনেতা তথা যাদবপুরের বিধায়কব সুজন চক্রবর্তী। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও একহাত নিলেন তিনি।

২০১৩ সালের আজকের দিনেই আইন অমান্য আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের। পুলিশি অত্যাচারে সুদীপ্তর মৃত্যু হয়, এমনই অভিযোগ ছিল সিপিএম তথা বামেদের। যদিও এই অভিযোগ বার বার নস্যাৎ করেছে পুলিশ।সেই দিনটাকে স্মরণেই প্রতি বছরের মতো এ বারও কলেজ স্কোয়ারে একটি সমাবেশের আয়োজন করে বিভিন্ন বাম ছাত্র সংগঠন। সেই সমাবেশেই বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকারের তুলোধোনা করেন সুজনবাবু। তাঁর কথায়, “রাজ্যে কোথাও কোনো গণতন্ত্র নেই, এটা নবান্নে বসে নবান্নের মালকিন দেখেও দেখছেন না।” পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে মদত দেওয়ার অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের সরকারকে বাঁচিয়ে রেখেছে দিল্লি। দিল্লি চাইছে বলেই কোটি কোটি টাকার দুর্নীতি করা সত্ত্বেও নবান্নে বসে সরকার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না।”

Exit mobile version