Site icon The News Nest

লুটিয়ে পড়ল BSNL টাওয়ার,ভাঙল সুবিশাল ক্রেন,দেখে নিন বিপর্যস্ত ওড়িশার ছবি

image 2

পুরী: ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বাতাসের গতিবেগে মুহূর্তে যেন লন্ডভন্ড বিস্তীর্ণ অঞ্চল। ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির অভাব ছিল না। তার পরেও ৮ জনের প্রাণহানি হয়েছে।ঘূর্ণিঝড়ের তান্ডবের একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে বিএসএনএল-র টাওয়ার। কোথাও আবার উড়ে গেল বাড়ির ছাদে অস্থায়ী ছাউনি। ভূবনেশ্বর হোস্টেলের ছাদের কংক্রিটের ছাউনি উড়ে গিয়েছে ঝড়ে। কোথাও আবার উল্টে গিয়েছে বাস। এক জায়গায় আবার মাটিতে লুটিয়ে পড়েছে সুবিশাল ক্রেন।

প্রশাসনের হিসেবে ভুবনেশ্বর, কটক, জাজপুর, ভদ্রকে কয়েক হাজার গাছ পড়ে আটকে যায় সড়ক।

মোবাইল টাওয়ার উপড়ে ওড়িশার বিস্তীর্ণ এলাকার সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ফণীর তাণ্ডবে লন্ডভন্ড ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। ওড়িশা সরকার জানিয়েছে, ঝড়ের দাপটে বিপুল ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির।ফণীর আশঙ্কায় আগেভাগে উড়ান চলাচল বন্ধ হয়েছিল বিজু পট্টনায়েক বিমানবন্দরে। শুক্রবার সকালে ফণী তাণ্ডবে ভেঙে পড়ল প্রবেশপথের গেট। খুলে গিয়েছে সাইনবোর্ড। ভেঙে পড়েছে গাছ। বিমানবন্দরকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরানো হয়েছে ভেঙে পড়া গাছ।

Exit mobile version