Site icon The News Nest

লোকসভায় ৫২১ সাংসদের মধ্যে ৪৩০ জন কোটিপতি,বিজেপি সাংসদদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ফৌজদারি মামলা

mp

নয়াদিল্লি:  আগামী মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়ণ পত্র দাখিলের সঙ্গেই প্রার্থীরা ঘোষণা করবেন তাঁদের সম্পত্তির পরিমাণ। কিন্তু ২০১৪ সালে যেসব প্রার্থী সাংসদ নির্বাচিত হয়েছেন তাদের সম্পত্তির একটা হিসেব দিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এডিআর।এডিআর এর এক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে বর্তমান লোকসভার ৫২১ সাংসদের মধ্যে ৮৩ শতাংশ অর্থাত্ ৪৩০ জন কোটিপতি। এদের সম্পত্তির মূল্য গড়ে ১৪.৭২ কোটি টাকা। কোটিপতি ওইসব সাংসদদের মধ্যে ২২৭ জন বিজেপির, ৩৭ জন কংগ্রেসের, ২৯ সাংসদ এআইএডিএমকে-র।

দেখা যাচ্ছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতি বিজয়ী প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭২ লক্ষ টাকা। এডিআরের রিপোর্ট বলছে, হলফনামায় ৩২ জন সাংসদ জানিয়েছেন তাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। মাত্র দু’জন সাংসদের সম্পত্তির পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম।ওই স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, ষোড়শ লোকসভার ১০৬ জন সদস্যের বিরুদ্ধে খুনে জড়িত, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, নারী নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। চার জন বিজেপি সাংসদ এবং কংগ্রেস, এনসিপি, এলজেপি, আরজেডি, স্বভিমান পক্ষ ও এক জন নির্দল সাংসদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, সব চেয়ে বেশি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বিজেপির সাংসদদের বিরুদ্ধে। তালিকায় আছেন বিজেপির আট এবং কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা, আরজেডি এবং স্বভিমানের এক জন করে সাংসদ। দশ জন বিজেপি সাংসদ-সহ ১৪ জনের বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ।

Exit mobile version