শিক্ষায়, চাকরিতে আর্থিক অনগ্রসরদের ১০ শতাংশ সংরক্ষণ, নোটিস জারি করে শর্ত কী কী জানাল নবান্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পথে হেঁটে আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে ১০ শতাংশ আসন সংরক্ষণের ব্যাপারে আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। এ বার সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন্দ্রের নীতির সঙ্গে মোটামুটি ভাবে রাজ্যের এ ক্ষেত্রে বড় কোনও ফারাক নেই।

কেন্দ্রের পথে হেঁটে আর্থিক আয়ের উর্দ্ধসীমা ৮ লক্ষ টাকাই রাখল নবান্ন।

এদিনের নির্দেশিকায় জানানো হয়েছে,

১. ৮ লক্ষ টাকা বা তার কম বার্ষিক আয়, এমন পরিবারের ছেলে বা মেয়েরা পাবেন এই সংরক্ষণের সুবিধা।

২. পরিবারের মালিকানাধীন জমির পরিমান ৫ একরের বেশি হতে পারবে না।

৩. তাছাড়া শহর বা শহরতলিতে ১,০০০ স্কোয়ারফিট বা তার থেকে বড় ফ্ল্যাট থাকলেও মিলবে না সংরক্ষণ।

৪. ইতিমধ্যে যাঁরা SC, ST, OBC সংরক্ষণের আওতায় পড়েন তাঁরা পাবেন না এই সংরক্ষণের সুবিধা।

এখন প্রশ্ন হল, আর্থিক ভাবে অনগ্রসরতার শংসাপত্র কে দেবে? 

১) জেলা শাসক। ২) মহকুমা শাসক। ৩) জেলা কল্যাণ আধিকারিক (কলকাতা পুরসভা এলাকা)

আর্থিক ভাবে পিছিয়ে থাকার ব্যাপারে শংসাপত্র সংগ্রহের পর ব্লক উন্নয়ন আধিকারিক বা মহকুমা শাসকের দফতরে সংরক্ষণ সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest