Site icon The News Nest

শিলাবৃষ্টি নিয়ে কলকাতায় আছড়ে পড়ল কালবৈশাখী

WEATHER 1

কলকাতা : পূর্বাভাস ছিলই। আর সেটাই সত্যি হল। সন্ধ্যে নামতেই ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সাক্ষী থাকল শহর কলকাতা। ফলে এক ধাক্কায় বেশ কিছুটা কমে গেল তাপমাত্রা।গুমোট গরমে নাজেহাল হচ্ছিল রাজ্যবাসী। বিকেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতেই স্বস্তি মিলল। ইতিমধ্যেই কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বিকেল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে দক্ষিণ কলকাতা ও আশেপাশের কিছু এলাকায়। বিকেল সওয়া ৫টা নাগাদ গড়িয়া, হরিদেবপুর এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে নেমে আসে শিলাবৃষ্টিও।রবিবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে ঝড়বৃষ্টি দিয়ে সেই মেঘ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতায় এসে পৌঁছয়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ওপরে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। সেই মেঘ থেকেই প্রথমে বৃষ্টি নামে। একটু পরেই ব্যাপক ভাবে শিলাবৃষ্টি শুরু হয় শহরের দক্ষিণ এবং দক্ষিণপূর্ব অঞ্চলে। ধীরে ধীরে সেই স্থানীয় মেঘটাই ধীরে ধীরে উত্তর শহরতলীর দিকে ছড়িয়ে পড়ে। তবে এই শিলাবৃষ্টির সঙ্গে কোনো ঝড় হয়নি। সাড়ে সাতটায় ব্যাপক ঝড় শুরু হয় শহরে। সেই সঙ্গে প্রবল বৃষ্টি।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার ঝড়বৃষ্টির পর সোমবার এবং মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

Exit mobile version