Site icon The News Nest

শেষ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee 2 1 1

#কলকাতা: সপ্তম তথা শেষ দফার ভোটের আগে জাতীয় নির্বাচনে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে লেখা ওই চিঠিতে শেষ দফার ভোটে বিজেপির হস্তক্ষেপ রুখতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গত মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড শোয়ের অনুমতি দেওয়ায় কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতা চিঠিতে লিখেছেন, “শেষ দফায় যেন বিজেপির হস্তক্ষেপ না থাকে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে”।

একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, “১৪৪ ধারা জারি থাকতেও বিজেপি সভাপতির রোড শোয়ের অনুমতি কী ভাবে দেয় নির্বাচন কমিশন নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার”? তিনি অভিযোগ করেছেন, “ওই রোড শোয়ের অপরাধ মূলক ষড়যন্ত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা হয়েছে”।

Exit mobile version