Site icon The News Nest

শেষ পাঁচ ওভারে ঘুরে গেল খেলা,প্রীতির পঞ্জাবের কাছে হার দাদার দিল্লির

PUNJAB. DAVID MILLAR

চণ্ডীগড়: নাইটদের বিরুদ্ধে থ্রিলার জয়ের পর ‘পঞ্জাব বধে’ ব্যর্থ হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটিলাস। ১৪ রানে হার হল দাদার দলের।

সোমবার মোহালিতে প্রথম ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৬ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব৷টস জিতে এদিন কিংস ইলেভেনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ কিন্তু ক্রিস গেইলহীন পঞ্জাবের শুরুটা ভালো হয়নি৷ মাত্র ৩৬ রানে দুই ওপেনার লোকেশ রাহুল ও স্যাম কারেন ডাগ-আউটে ফেরেন৷ তার পর ফর্মে থাকা ময়াঙ্ক আগরওয়াল রান-আউট হয়ে ডাগ-আউটে ফেরায় চাপে পড়ে যায় প্রীতি জিন্টার দল৷ 

কিন্তু ডেভিড মিলার, সরফরাজ খান ও মনদীপ সিংয়ের লড়াইয়ে লড়াকু স্কোর করে পঞ্জাব৷৩০ বলে দুই ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানের ইনিংস খেলেন মিলার৷ পঞ্জাব ইনিংসে এটাই সর্বোচ্চ স্কোর৷ ২৯ বলে ৩৯ রান করেন সরফরাজ৷ ছ’টি বাউন্ডারি মারেন তিনি৷ আর ইনিংসের শেষ দু’বলে চার-ছয় মেরে পঞ্জাবের স্কোরকে ১৬৬ রানে পৌঁছে দেন মনদীপ৷

১৬৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে আর অশ্বিনের প্রথম বলেই রাহুলের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন আগের ম্যাচে ৯৯ রান করা পৃথ্বি শ। এরপর শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়স আইয়ার জুটি দিল্লিকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়।৩০ করেন শিখর, শ্রেয়স করেন ২৮। এরপর ঋষভ পন্থ ও কলিন ইনগ্রাম জুটি দিল্লিকে জয়ের পথ দেখাতে শুরু করে। কিন্তু ২৬ বলে ৩৯ রান করে আউট হলেন ঋষভ পন্থ। আর ২৯ বলে ৩৮ করে সাজঘরে ফিরলেন ইনগ্রাম। পন্থ আর ইনগ্রাম আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পরে দিল্লি। শামি আর কুরানের দুটি ওভারে দুটি করে উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ১৫২ রানে দিল্লিকে অল আউট করে দেয় পঞ্জাব। মাত্র ২.২ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে একাই শেষ করে তরুণ ইংরেজ বাঁ-হাতি পেসার৷ কারেনের ধাক্কায় নিশ্চিত জয় থেকে ম্যাচ হেরে বসে সৌরভ-পন্টিংয়ের দিল্লি৷ ১৬৭ রান তাড়া করে চার উইকেটে ১৪৪ রানে থেকে ১৫২ রানে অল-আউট দিল্লি ক্যাপিটালস৷ ২টি করে উইকেট নিলেন আর অশ্বিন এবং মহম্মদ শামি

Exit mobile version