Site icon The News Nest

সঙ্গে বৃষ্টি নিয়ে ধেয়ে এল ঝড়, জারি কালবৈশাখীর সতর্কতা

lightning

কলকাতা: ঝড়বৃষ্টির জন্য অনুকূল হয়ে উঠেছে রাজ্যের আবহাওয়া। শুক্রবার দুপুরের পর থেকেই কালবৈশাখী শুরু হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায়। সন্ধ্যায় কলকাতাতেও আছড়ে পড়তে পারে ঝড়।

এ দিন দুপুরের পর থেকেই ঝাড়খণ্ডের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকেই উৎপত্তি হয় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের। তার পরেই আলিপুর আবহাওয়া দফতর এবং বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা সতর্ক করে জানিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

সেই পূর্বাভাস মতোই ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমান, নদিয়ার একাংশে ঝড়বৃষ্টি হয়েছে। বিকেলের মধ্যে হুগলি এবং হাওড়া জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার আগেই ঝড়বৃষ্টির ছোঁয়া পেতে পারে কলকাতা এবং দুই ২৪ পরগণা।

ঘণ্টা ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে।

Exit mobile version