দল বদলের হিড়িক, এবার সনিয়া-ঘনিষ্ঠ সহযোগী নাম লেখালেন বিজেপিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি : লোকসভার নির্ঘন্ট ঘোষণা হতেই দল বদলের হিড়িক পরে গিয়েছে। এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গান্ধীর প্রাক্তন সচিব টম বঢ়ক্কন।

সনিয়া যখন কংগ্রেস সভানেত্রী ছিলেন, তখন তাঁর সঙ্গে সংবাদমাধ্যমের যোগাযোগের অন্যতম প্রধান সেতু ছিলেন টম। কেন দল ছাড়লেন, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিল্লিতে এ দিন সাংবাদিক সম্মেলনে টম বলেন, ‘‘আত্মসম্মানবোধ রয়েছে, এমন কারও আর জায়গা নেই কংগ্রেসে। বায়ুসেনা বালাকোটে জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরেও কংগ্রেস দেশের সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় আমি খুবই হতাশ হয়েছি। যদি কোনও রাজনৈতিক দল এমন কোনও অবস্থান নেয়, যা দেশের স্বার্থের পরিপন্থী, তা হলে সেই দলটাকে ছেড়ে দেওয়া ছাড়া আমার সামনে আর কোনও রাস্তা খোলা থাকতে পারে না।’’

বঢ়ক্কন দীর্ঘ ২০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। কিন্তু কখনও ভোটে দাঁড়াননি। বরাবর দলের মিডিয়া স্ট্র্যাটেজি ঠিক করেছেন। কিন্তু গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় বিজেপির আগ্রাসী প্রচারের মোকাবিলা করতে পারছিলেন না। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কংগ্রেসের মিডিয়া সেলে বঢ়ক্কনের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছিলেন প্রিয়ঙ্কা চতুর্বেদী ও রণদীপ সুরজেওয়ালা। এই অবস্থায় বঢ়ক্কন যে বিজেপিতে যোগ দেবেন তা একপ্রকার প্রত্যাশিতই ছিল দলের কাছে ।

এদিন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের পাশে বসে সাংবাদিক বৈঠক করেন বঢ়ক্কন। তিনি বলেন, ‘আমি জীবনের সেরা সময়টা কংগ্রেসকে দিয়েছি। কিন্তু কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাসী। তারা মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। কংগ্রেসে কোনও আত্মমর্যাদাজ্ঞানসম্পন্ন মানুষের স্থান নেই।’ সূত্রের দাবি, সনিয়ার প্ৰাক্তন সচিব এবার ভোটে দাঁড়াতে চেয়েছেন। বিজেপি তাঁকে টিকিট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।এদিন বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুখ্যাতি করেন টম৷ জানান, মোদীর উন্নয়নযজ্ঞে সামিল হতে চান৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest