Site icon The News Nest

সমকামিতার জন্য মৃত্যুদণ্ড: অবশেষে পিছু হটল ব্রুনেই

brunei

#ব্রুনেই: মাত্র একমাস আগেই সমকামিতার জন্য পাথর ছুড়ে মৃত্যুর শাস্তি আইন চালু করেছিলো ব্রুনেই। এখন তা থেকে সরে আসছে দেশটি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দেশটি যখন সমকামিতার জন্য মৃত্যুর বিধান চালু করে তখন বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।যদিও দেশটিতে সমকামিতা আগে থেকেই নিষিদ্ধ ছিল তবে এর শাস্তি ছিল দশ বছরের কারাদণ্ড।মৃত্যুর বিধান চালু করা একমাসের মধ্যে আইনটির প্রয়োগ থেকে সরে আসার কথা জানালেন দেশটির সুলতান। রবিবার সুলতান হাসানুল বলকিয়া নতুন আইনে থাকা মৃত্যুদণ্ডের বিধানের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

আইনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভিন্ন সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কটের ঘোষণার পর এমন সিদ্ধান্ত এল।এর আগে কিছু অপরাধের জন্য বিধান থাকলেও ১৯৫৭ সালের পর থেকে ব্রুনেই কোনও মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

Exit mobile version