সাঁতারু কিশোরীকে যৌন হেনস্থার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কোচকে কড়া শাস্তির ঘোষণা রিজিজুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বাংলার এক কিশোরী সাঁতারু বুধবারই যৌন হেনস্থার অভিযোগ করেছিল তার কোচের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালেই সুরজিৎ গঙ্গোপাধ্যায় নামে ওই কোচের বিরুদ্ধে রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন বাংলার ওই সোনাজয়ী প্রতিশ্রুতিমান কিশোরী সাঁতারুর বাবা।

কিশোরী সাঁতারুর বক্তব্য, গত ছ’মাস ধরে বাংলার ওই নামী কোচ তার সঙ্গে অশালীন আচরণ করছেন। শেষ পর্যন্ত লুকনো মোবাইলে কোচের কুকীর্তির ভিডিও তুলে তা প্রকাশ্যে এনেছে জাতীয় পর্যায়ের ওই সাঁতারু। ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলা তথা দেশের ক্রীড়া মহল। বৃহস্পতিবারই সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া বরখাস্ত করেছে গোয়া রাজ্য সাঁতার সংস্থার প্রধান কোচ সুরজিৎকে। 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু গোটা ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়ে টুইট করেছেন। একাধিক টুইটে তিনি লিখেছেন, ‘‘আমি কড়া পদক্ষেপ করেছি। গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন ওই কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের চুক্তি বাতিল করে দিয়েছে। সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়াকে জানিয়েছি, সুরজিৎ যেন দেশের কোথাও চাকরি না পায়। সমস্ত ফেডারেশন এবং সর্ব ক্ষেত্রে তা প্রযোজ্য।’’ এখানেই থেমে থাকেননি রিজিজু।আর এক প্রস্থ টুইট করে তিনি লিখেছেন, ‘‘স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার মাধ্যমে ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত, এটা ঘৃণ্য অপরাধ। তাই কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আমি দাবি করেছি।’’

কিশোরী সাঁতারুর কথায়, ঘটনাটি ঘটেছে গোয়ায়। হোটেলের ঘরের একটি গোপন জায়গায় মোবাইল রেখে রেকর্ডার চালু করে দিয়েছিল ওই সাঁতারু। এরপর ঘরে ওই কোচকে ঢুকতে দেখা যায়। সাঁতারুর পায়ে ক্রেপ ব্যান্ডেজ ছিল। কোচ প্রথমে চোটের জায়গাটি দেখেন। তার পরই যৌন হেনস্থার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর কোচ বেরিয়ে যান।

ওই সাঁতারুর বাবা গতকাল জানান, তাঁর মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত। কথা বলার মতো জায়গায় নেই। তবে অন্য একটি ভিডিও বার্তায় সাঁতারুকে বলতে শোনা যায়, ‘‌গোয়ায় আসার পর থেকেই স্যর খারাপ ব্যবহার করছিলেন। বলতেন, কাউকে বলবে না। তোমার ভবিষ্যৎ রয়েছে। কিন্তু ওই নোংরামি আর সহ্য করা যাচ্ছিল না। তাই সবকিছু ফাঁস করার সিদ্ধান্ত নিই।’

 

সংশ্লিষ্ট কোচের বিরুদ্ধে এর আগে একই অভিযোগ এনেছিলেন আরও কয়েকজন সাঁতারু। এমনকী, অভিভাবকরাও। কিশোরীর পরিবারের মতে ওই কোচ যথেষ্ট প্রভাবশালী। যদিও বৃহস্পতিবার বরখাস্ত করা হল সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দিলেন কড়া পদক্ষেপের আশ্বাস। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest