Site icon The News Nest

সাত সকালে আতঙ্ক, নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে ভয়াবহ আগুন

cgo complex fire

নয়াদিল্লি: ভয়াবহ আগুনের কবলে রাজধানীর সিজিও কমপ্লেক্স। বুধবার সকালে পণ্ডিত দীনদয়াল অন্তোদ্যয় ভবনের পাঁচতলায় আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৪টি ইঞ্জিন৷

এদিন সকাল ৮ টা নাগাদ প্রথমে কালোধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ আগুনের তীব্রতা প্রাথমিকভাবে অনেকটাই ছিল।ওই ভবনটি ১১তলার। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সেই তালিকায় রয়েছে, সামাজিক ন্যায়বিচার মন্ত্রক,বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সামাজিক সুরক্ষা মন্ত্রকের দফকর থেকেই আগুন লাগে৷ পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে৷ তবে দমকলের তৎপরতায় সেই আগুন ঘন্টাখানেকের মধ্যেই আয়ত্তে এসে যায়৷ আপাতত সিজিও কমপ্লক্সের আগুন নিয়ন্ত্রণে৷ দমকলের তরফে ঘটনাস্থলের তাপমাত্রা কমানোর কাজ করা হচ্ছে। হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির কোনও হিসেব মেলেনি।কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। দমকলের তরফে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

গত ১২ জানুয়ারি ওই কমপ্লেক্সেরই দোতলায় আগুন লাগে৷ সে দিন শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল৷ দমকলের ১৮টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷

Exit mobile version