Site icon The News Nest

সারদা মামলা: সিবিআই কি হেফাজতে পাবে রাজীব কুমারকে, কাল রায় সুপ্রিম কোর্টের

Rajeev Kumar

#নয়াদিল্লি: সারদা-কাণ্ডের তদন্তে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছিলেন সিবিআই। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলারই রায় ঘোষণা হতে চলেছে আগামী শুক্রবার। এই রায়েই স্পষ্ট হয়ে যাবে, যে রক্ষাকবচের জোরে রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ব্যর্থ হতে হচ্ছে সিবিআইকে, তা এ বার সফল হবে কি না?

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এই রায় দেবেন। আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন তিনি। শীর্ষ আদালতের কোর্ট নম্বর ৪-এ হবে এই মামলার রায়দান। সারদা মামলার তদন্তে রাজীবের নেতৃত্বেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল রাজ্য সরকার। তখন তিনিই ছিলেন বিধাননগর কমিশনারেটের কমিশনার। পরে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গেই তা বিকৃত করা হয়েছে। এ ব্যাপারে সিটের প্রধান হিসেবে রাজীবকে কাঠগড়ায় তোলে সিবিআই। তাঁকে জেরাও করতে চায় নিজেদের হেফাজতে রেখে। কিন্তু সিবিআইয়ের সেই আবেদনের বিরোধিতা করেন রাজীব। জানা গিয়েছে, সেই মামলার রায়ই ওই ঘোষণা করবে শীর্ষ আদালত।

রাজ্যে শেষ দফার ভোটের মুখে এই মামলার রায় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যদি আদালত রাজীবকে সিবিআই হেপাজতে পাঠানোর নির্দেশ দেয় তাহলে ভোটের আগে বিজেপি সেটাকে হাতিয়ার করবে। অন্যদিকে তা যদি না হয় তাহলে নৈতিক জয় হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

অন্যদিকে, বৃহস্পতিবার কয়েক মিনিটের জন্য নর্থ ব্লকে হাজিরা দেওয়ার সময়টুকু ছাড়া দিনভর বঙ্গভবনে নিজের ঘরেই বন্দি রইলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। বুধবার রাতে নির্বাচন কমিশনের আচমকা নির্দেশে কার্যত রাজ্য ছাড়া হয়ে ভোটের মরসুমে দিল্লি পাড়ি দিতে হয় তাঁকে। সিদ্ধান্তটা যে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তা কমিশনের কথাতেই স্পষ্ট। রাজ্যের এক আমলার কথায়, ‘‘রাজ্যের বাইরে নিয়ে গিয়ে নজরবন্দি করা হল রাজীব কুমারকে।”

 

Exit mobile version