সীমান্ত পেরিয়ে আসা পাক ড্রোন ধ্বংস করল ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি:  ফের ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলো পাক ড্রোন। গুজরাতের কচ্ছের পর এ বার রাজস্থানের বিকানেরে। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সীমান্ত পেরিয়ে, ড্রোনটি বিকানেরের নাল সেক্টরে ঢুকে পড়ে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের।

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাজস্থানের বিকানেরের নাল সেক্টরে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে একটি পাকিস্তানি ড্রোন। জানা গিয়েছে, বায়ুসেনার র‍্যাডারে ড্রোনটি ধরা পড়তেই বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান ক্ষেপনাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে। এএনআই সূত্রে খবর, ধ্বংসের পরে ড্রোনটি ভারতীয় সীমান্তে না পড়ে পাক সীমানায় ফোর্ট আব্বাস-এর কাছে গিয়ে পড়ে। সকাল সাড়ে ১১টা নাগাদ ঘরসানা সীমান্তের কাছে শ্রীগঙ্গানগরে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষীবাহিনী।তবে বায়ুসেনার তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, ওই ড্রোনটি পাকিস্তানে সীমান্তবর্তী ফোর্ট আব্বাস এলাকায় ভেঙে পড়ে।এর আগে, পুলওয়ামা হামলার পর ভারতের প্রত্যাঘাত নিয়ে আন্তর্জাতিক মহল যখন উত্তাল, সেই সময় গত সপ্তাহে গুজরাতের কচ্ছে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়।

এটিই প্রথম নয়, এর আগে ২৮ ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছ এলাকায় একটি ড্রোন নামিয়েছিল পাকিস্তান। সেই ড্রোনটিকেও গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা।সেনা সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে নানঘাটাদ গ্রামে একটি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে সেই ড্রোনকে গুলি করে নামান তাঁরা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করেই একটা জোরালো শব্দ শুনতে পান তাঁরা। তড়িঘড়ি সেখানে গিয়ে ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে পান গ্রামবাসীরা। যদিও তখনও এই ড্রোনের কথা স্বীকার করেনি পাকিস্তান।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest