সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ তো অস্বীকার করলেনই, এত দিন কাজ করার পর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ক্ষোভও প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বললেন, ‘‘বিচারব্যবস্থাই পড়ে গিয়েছে সঙ্কটে।’’

সম্প্রতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে এই অভিযোগ করেন সুপ্রিম কোর্টের এক প্রাক্তন কর্মী। সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতির কাছে হলফনামা দিয়ে এই অভিযোগ করেন ওই মহিলা। তাঁর করা অভিযোগের ভিত্তিতে জরুরি শুনানি ডাকেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি স্পেশ্যাল বেঞ্চ। এই শুনানিতে উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে হওয়া সব অভিযোগ খারিজ করে দিয়েছেন গগৈ।শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “এই ধরণের অভিযোগের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমি অত নীচে নামতে পারব না।২০ বছর চাকরির পর এক জন প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য ছিল? ” এমনকী তিনি অভিযোগ করেন, এটা পুরোটাই ষড়যন্ত্র। গগৈ বলেন, “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এর পিছনে আরও কোনও বড় শক্তি রয়েছে। তারা চাইছে দেশের প্রধান বিচারপতির ক্ষমতা কমিয়ে ফেলতে।” গগৈ আরও বলেন, আগামী সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি করার কথা রয়েছে তাঁর। তাঁকে প্রভাবিত করতেই এই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেছেন গগৈ। তবে এরপরেও যে তাঁর কাজে কোনও গাফিলতি হবে না, তা তিনি জানিয়েছেন। গগৈ বলেন, “আগানী সপ্তাহে আমি আমার চেয়ারে বসে বিনা দ্বিধায়, বিনা ভয়ে আমার কাজটাই করব।”

কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেটা বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আনার পরেই তার শুনানির জন্য গঠিত হয় বিশেষ বেঞ্চ।অভিযোগের সত্যাসত্য নিয়ে অবশ্য সংশয় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব সুধাকর কলগাঁওকর। বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই, এটা ভিত্তিহীন অভিযোগ। বানানো।’’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest