সেনাকে রাজনৈতিক হাতিয়ার করা বন্ধ হোক, রাষ্ট্রপতিকে চিঠি প্রাক্তন সেনাকর্তাদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: বালাকোটে অভিযানের পর থেকেই নির্বাচনী প্রচারের মুখ্য বিষয় হয়ে উঠেছে সেনা। বলতে দ্বিধা নেই, এই বিষয়ে বিরোধীদের থেকে সুর অনেক বেশি চড়া বিজেপি নেতাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বালাকোটের অভিযানের কথা মনে করিয়েই ভোট দেওয়ার আবেদন করেছেন। পিছিয়ে নেই অমিত শাহ-রাজনাথ সিংহও। এরই মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তো সরাসরি ‘মোদীজি কি সেনা’ ডাক দিয়েছেন।

এরই মধ্যে বিজেপি নেতাদের চাপে ফেলে দিলেন অন্তত দেড়শো প্রাক্তন সেনা আধিকারিক। সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ হোক৷ এই দাবিতে বেনজির ভাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন তাঁরা। ওই চিঠিটিতে দেশের প্রাক্তন সেনা আধিকারিক, নৌসেনা আধিকারিক ও বায়ুসেনা প্রধানদের স্বাক্ষর রয়েছে৷লোকসভা ভোটের সময় সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট এয়ার স্ট্রাইকের কথা বারবার নির্বাচনী প্রচারে উল্লেখ করে ভোট চাইছেন রাজনৈতিক নেতারা৷ ভোটারদের তারা বোঝাতে চাইছেন, এর পুরো কৃতিত্ব তাদের৷ এতে ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন সেনাকর্তারা৷ রাষ্ট্রপতির কাছে তাদের আর্জি, এই প্রবণতা খুবই বিপদজ্জনক৷ কোনও মতেই তা গ্রহণযোগ্য নয়৷

‘ফ্রম আ গ্রুপ অফ ভেটারেন্স টু আওয়ার সুপ্রিম কম্যান্ডর’ শীর্ষক ওই চিঠিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘মোদীজি কি সেনা’ মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে৷ বিশিষ্টরা ওই চিঠিতে লিখেছেন, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এবং রাজনৈতিক অ্যাজেন্ডায় পরিণত করা সত্যিই খুব চিন্তার বিষয়। এই অনুশীলন একেবারেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক নেতারা সীমান্ত পেরিয়ে সশস্ত্র বাহিনীর অপারেশনকে নিজেদের কৃতিত্ব বলে জাহির করছেন। চিঠিতে যে সব অবসরপ্রাপ্ত সেনার সই রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল সুনীত ফ্রান্সিস রডরিগেজ, জেনারেল শঙ্কর রায়চৌধুরী, জেনারেল দীপক কাপুর, ৪ জন প্রাক্তন নৌসেনা প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস, বিষ্ণু ভগবত, অরুণ প্রকাশ, সুরেশ মেহতা ও প্রাক্তন বায়ুসেনা প্রধান এনসি সুরি প্রমুখ৷

প্রাক্তন সেনাকর্তাদের এই চিঠির পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে বিরোধীরা৷ কংগ্রেস ট্যুইট করে লিখেছে, সেনাকে সামনে রেখে বিজেপি ভোট চাইতে পারে৷ কিন্তু একটা জিনিস পরিস্কার সেনারা দেশের সঙ্গে৷ বিজেপির সঙ্গে নয়৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest