Site icon The News Nest

সেনাবাহিনীর প্রতীক দেওয়া গ্লাভস পরতে পারবেন না ধোনি, স্পষ্ট নির্দেশ আইসিসির

dhonis gloves 08

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে সেনার প্রতীক আঁকা উইকেট কিপিং গ্লাভস পরে খেলার অনুমতি দিল না আইসিসি। গভর্নিং বোর্ডিং-এর আপত্তি বিবেচনা করার জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড  যে অনুরোধ করেছিল, তা ফিরিয়ে দিল আইসিসি।

বিসিসিআই-এর চিঠির জবাবে আইসিসি বলেছে, উইকেট কিপিং গ্লাভসে যে লোগো থাকার কথা তা মানেননি ধোনি এবং আইসিসি-র জি১ ধারা (ব্যক্তিগত বার্তা) লঙ্ঘিত হয়েছে। জানা গিয়েছে, আইসিসি-র সিদ্ধান্ত নিয়ে আরও কোনো রকম বিবাদে যেতে চায় না বিসিসিআই। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে আর জল ঘোলা করতে রাজি নয় বিসিসিআই। তারা এ ব্যাপারে আইসিসি নিয়মাবলি অনুসরণ করে যাবে এবং খেলায় যোগদানকারী দেশগুলির মধ্যে যে ঐকমত্য তাকে সম্মান জানাবে

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফেলুকোয়াওকে স্ট্যাম্প করার সময়েই প্রথম সবার নজরে আসে ব্যাপারটা। মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে জ্বলজ্বল করছে ভারতীয় সেনার স্পেশ্যাল প্যারা ফোর্সের প্রতীক ত্রিশূল। আর তারপরেই ধোনির প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। কিন্তু ব্যাপারটা মোটেই ভালোভাবে নেয়নি আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইকে নির্দেশ দেয় ধোনির গ্লাভস থেকে সেনাবাহিনীর প্রতীক সরানোর জন্য। আইসিসির জেনারেল ম্যানেজার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস, ক্লেয়ার ফার্লং জানান, ‘‘আমরা বিসিসিআইকে অনুরোধ করেছি ধোনির গ্লাভস থেকে যেন সেই প্রতীক সরিয়ে দেওয়া হয়।”

বোর্ডের তরফে আন্তর্জিক ক্রিকেটের নিয়ামক সংস্থাকে বলা হয়, ধোনির গ্লাভসে যে প্রতীক রয়েছে তার সঙ্গে বাণিজ্যিক কোনও ব্যাপার নেই। এটা দেশের সেনাবাহিনীকে সম্মানের জন্য একটা পন্থা মাত্র। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অব অ্যাডমিনিসট্রেটার্স (সিওএ) চিঠি দিয়ে অনুরোধ জানায়, যাতে পরের ম্যাচগুলিতেও মাহি ওই গ্লাভস হাতেই মাঠে নামতে পারেন।কিন্তু তারপরেও নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে স্থির থাকে আইসিসি। শুক্রবার আইসিসি একটি বিবৃতিতে বলেছে, ‘‘ধোনির গ্লাভসে যে চিহ্ন রয়েছে, তা সরিয়ে দিতে হবে। আইসিসি-র নিয়মানুযায়ী লোগো ব্যবহার করে কোনও সঙ্কেত দেওয়া যাবে না।’’

Exit mobile version